প্রেমময় এট্রাক্টিভ কোরিয়ান ভালোলাগার সেরা ৫ রোমান্টিক সিনেমা পর্ব ১। Best Korean Romantic Love Story Movie

 আস-সালামু আলাইকুম বন্ধুরা, 

আজকে আপনাদের সাথে কথা বলবো কোরিয়ান ফ্যান্টাসি/রুমান্টিক/লাভ স্টোরি সিনেমা নিয়ে। আজকের এই পর্ব থেকে কোরিয়ান ফ্যান্টাসি/রুমান্টিক/লাভ স্টোরি সিনেমা পোস্ট করবো এক এক করে।  যারা লাভস্টোরি সিনেমা পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ সিনেমা নিয়ে হাজির হলাম।  তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। 

1. Be With You (2018) 

South korean

Genre: Fantasy, Romance

Cast: Son Ye-Jin, So Ji-sub, Park Seo-joon.

Imdb: 7.7

One Of The Best fantasy Romance Film I have ever seen.

ট্রেন টু বুসান দেখার পর থেকেই কোরিয়ান মুভি দেখার প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়, তারপরেই মোটামুটি অনেক মুভি দেখা শুরু করি, 

Be with you মুভিটি নিয়ে আমার মোটামুটি এক্সপেকটেশন ছিল কিন্তু দেখার পর আমার এক্সপেক্টেশন কেও ছাড়িয়ে গিয়েছে এত্তো সুন্দর স্টোরি, স্ক্রিনপ্লে আহ জাস্ট মাইন্ড ব্লোয়িং, পুরো মুভিটাই ছিল ভালোলাগার সাধারণ দৃশ্য। ??

#হাল্কা_স্পয়লার।

বাবা তার ছেলেকে একাই দেখাশোনা করে, মা মারা যায় কিন্তু ছেলেকে প্রমিস করে যায় সে আবার ফিরে আসবে কোন এক বৃষ্টি বাদলের দিনে, বাকিটা মুভিতে দেখে নিবেন স্পয়লার দিয়ে আপনাদের আগ্রহ নষ্ট করতে চাই না,  সময় নষ্ট হবেনা এইটুকু শিওর বলতে পারি, মুভিটি সবার জন্য মাস্টওয়াচ।

2. My Little Bride (2004) 

দক্ষিণ কোরিয়ার ফিল্ম হিস্ট্রির চতুর্থ জনপ্রিয় সিনেমা এটি।।...

cast:- Moon -Geun-Young as BO-EUN and Kim Rae Won as Sangmin ... 

Genre:- Romantic, Comedy

Awards:- Grand bell award  for best new actor, best new actress, best popularity 

আশা করি বুঝতেই পারছেন মুভিটি কতটা সাড়া জাগিয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়াতে।।

মুভিটির নাম পড়লেই একটু কাহিনী আঁচ করা যায় যে কোন এক ছোট বউ নিয়ে কাহিনী।।

জ্বী ঠিক তাই। 

গল্পটি BO-EUN এবং SANGMIN নামের দুইজনকে ঘিরে যেখানে ১৬ বছর বয়সী একদম বাচ্চাটে স্বভাবের BO-EUN কে বিয়ে দেওয়া হয় কলেজ পড়ুয়া SANGMIN এর সাথে যেই বিয়েতে তাদের কারোর ই মত ছিলনা।।শুধুমাত্র তাদের দাদুর কথা রাখতেই বিয়েটা করে তারা।

বিয়ের পর তাদের আলাদা ফ্ল্যাটে পাঠিয়ে দেওয়া হয় এবং এরপর থেকে শুরু হয় মজার মজার সব কাহিনী।। BO-EUN এর স্কুলের সবার কাছ থেকে লুকানো তার বিয়ের কথাটা,স্কুলের JUNGWOO নামের এক ছেলেকে পছন্দ করা , পছন্দের কথা জানতে পেরে SANGMIN মানে সেই লিটল ব্রাইডের বরের মন খারাপ করা এইভাবে কাহিনী গড়াতে থাকে। 

মুভির শেষ সিন টা আমি জীবনেও ভুলবোনা।। যারা রোমান্টিক মুভি পছন্দ করেন আশা করি তারা কেউ ভুলবেন না লাস্ট সিন।।চোখে পানির সাথে একটা তৃপ্তির হাসি নিয়ে আসবে মুখে।।

এই মুভিটা একবার দেখা শুরু করলে আপনা আপনি মন চলে যাবে মুভির দিকে।।এরপর কি হলো,এরপর কি হবে,এরপর বাচ্চা মেয়েটা আবার কি বাচ্চামো করবে এইসব মাথায় খেলবে।।

আপনারা যারা মুভিটি দেখবেন তাদের অনুরোধ করবো আপনারা ইংলিশ ডাবিং করা না দেখে ইংলিশ সাব টাইটেল ওয়ালাটা দেখবেন।।তার কারণ হলো এই মুভির সবার অভিনয় আর এক্সপ্রেশন এতো সুন্দর যে আপনি ওদের ভাষায় না দেখলে ফিল করতে পারবেন না।।ওদের ভাষা বুঝবেন না কিন্তু তাও তৃপ্তি পাবেন।

3. My Sassy Girl(2001)

IMDB:8/10

Rotten Tomato:93%

Personal Rating:10/10

কাহিনী সংক্ষেপঃগিউন-উ একজন সাধারণ ইন্জিনিয়ারিং স্টুডেন্ট,যার জীবনে কোন বড় রকমের অ্যাম্বিশন নেই।তার জীবন আমূল পাল্টে যায় যখন মেট্রো স্টেশনে এক মদ্যপ মেয়ের সাথে তার দেখা হয়।

টক-ঝাল-মিষ্টি প্রেম দেখতে চাইলে ও কোরিয়ান সাসপেন্স-ভায়োলেন্সে একঘেয়েমি লাগলে অবশ্যই দেখা উচিত সিনেমাটি।কোনরকম এডাল্ট সিন,এমনকি একটা চুমুর দৃশ্য ছাড়াও যে অসাধারণ রোমান্টিক কমেডি একটি সিনেমা নির্মান করা যায়,"মাই স্যাসি গার্ল" তার উদাহরণ।কখনো হাসি পাবে,আর সে হাসি দিয়ে হাতছানি দেবে প্রেম।

২০০১ সালে মুক্তির পর এতোটাই সফল হয়েছিলো সিনেমাটি,যে সারা বিশ্বে মুক্তি দেওয়া হয়।মূলত পশ্চিমা সিনেমা সম্প্রদায়ের নজর কাড়ে এই কোরিয়ান সিনেমা,তারপর থেকেই সারা বিশ্বে কোরিয়ান সিনেমার জয়জয়কার।

হ্যাপি "মাই স্যাসি গার্ল" ওয়াচিং।

4. Il mare (2000)

Genre: Romance,Fantasy 

Country : South korea

ভালোবাসা কী?

একই সময়ে থেকে কাছে বা দূরে থেকে একে অন্যকে নিজের আপন করে নেওয়ায় ভালোবাসা।

কিন্তু কি হবে যদি দুইজন ভিন্ন ভিন্ন সময়ে অবস্থান করে একে অন্যকে ভালোবাসে?

 Eun ju (jun ji-hyun) ১৯৯৯ সালে সমুদ্রের তীরে তার il mare নামক বাড়িটি ছেড়ে যাওয়ার সময় পরবর্তী ভাড়াটিয়ার জন্য একটি চিঠি রেখে যায় ডাকবাক্সে। 

কিন্তু ১৯৯৭ সালে sung-hyun বাড়িটি ভাড়া নেওয়ার পর ডাক বাক্সে পায় চিঠিটি।

sung-hyun ভাড়া নেওয়ার সময় বাড়িটি ছিল সদ্য নির্মিত।

আর তাছাড়া ১৯৯৯ সালের চিঠি কীভাবে ১৯৯৭ সালে আসবে।

তাই সে বিষয়টা পাত্তা দেই না।

কিন্তু আস্তে আস্তে ১৯৯৯ সালের eun-ju আর ১৯৯৭ সালের sung-hyun এই ডাক বাক্সের মাধ্যমে চিঠি এবং গিফট আদান প্রদান করতে থাকে।

sung-hyun দেখা করে ১৯৯৭ এর eun-ju এর সাথে।কিন্তু চিনতে পারে না তাকে।১৯৯৭ সালে হারিয়ে যাওয়া সাউন্ডবক্সটি উদ্দ্বার করে ফেরত ডাকবাক্সের মাধ্যমে ফেরত পাঠায়।

এভাবে একসময় তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে।

তারা কী পারবে দুই বছরের সময়ের ব্যবধান ঘুচিয়ে একে অন্যের সাথে দেখা করতে নাকি ডাক বাক্স অবধিই তাদের ভালবাসা সীমাবদ্ধ থাকবে।

জানতে হলে দেখতে হবে মুভিটি।

কোরিয়ান রোমান্টিক মুভি একেকটা অন্য লেভেলের।

তার সাথে ফ্যান্টাসি থাকলে মনে হয় অন্য কোনো গ্যালাক্সির মুভি।

মুভিটি দেখার পর এত ভালো লাগছে বলে বুঝাতে পারব না।

5. The Handmaiden ( 2016 )

Cast : Kim Tae - Ri, Kim Min - hee, Ha Joong WOO ..

Genre : Erotic Romance, Thriller.

Imdb : 8.1

এটি একটি ইরোটিক থ্রিলার মুভি বেশ কিছু অ্যাডাল্ট সিন আছে, সো নিজ দায়িত্বে দেখবেন , এই মুভিটির স্টোরি সারাহ ওয়াটারস এর 'ফিংগারস্মিথ' উপন্যাস থেকে অনুপ্রাণিত । যা সত্যিই দারুন উপভোগ্য, এই মুভিতে এমন কিছু টুইস্ট আছে যা আপনাকে একবার হইলেও ভাবাবে। 

#হাল্কা_স্পয়লার । 

মুভিতে লেডি হিডেকো তিনি অনেক সম্পত্তির মালিক, ছোটবেলায় তার মা বাবা মারা যাওয়ায় তার চাচার কাছে বড় হয় । তার চাচার সম্পত্তির উপর অনেক লোভ যার কারণে সে নিজেই লেডি হিডেকো কে বিয়ে করতে চায় ,সেই সাথে আরো একটি লোক আছে তিনিও বিয়ে করে তার সম্পত্তির মালিক হতে চায় ,লেডি হিডেকোর জন্য এক কাজের মেয়ে রাখা হয় তার সবকিছু দেখা শুনার জন্য, কিন্তু তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক, আসলেই কি প্রেমের সম্পর্ক নাকি অন্য কোন স্বার্থ? এরপর কিছু টুইস্ট এর দেখা পাবেন যা একবারেই আনএক্সপেক্টেড। যারা থ্রিলার প্রেমী আছেন অবশ্যই অনেক ভালো লাগবে।

Tags