মাথানষ্ট বলিউড কাঁপানো সেরা ইন্ডিয়ান সুপারহিরো মুভি ২০২২। Best Indian SuperHero Movies 2022

 আসসালামু ওলাইকুম‎ বন্ধুরা,

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান সুপারহিরো মুভি, যেগুলো খুবই জনপ্রিয় মুভি।  যারা দেখেন নাই তারা দেখতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক। 

1. Ra.one (2011)

Industry : Bollywood 

Language : Hindi 

Imdb : 4.6 /10 

Genre - Action, Adventure, Sci-Fi 

Stars - Shah Rukh Khan,Kareena Kapoor, Arjun Rampal

মুভির কাহিনী সম্পর্কে তেমন কিছু বলার নেই। 

শেখর আর সোনিয়ার একমাত্র সন্তান প্রতীক। শেখর একটি গেম আবিষ্কার করে। সেই গেমটার নাম হলো Ra.One. এই গেমে দুইটা চরিত্র রয়েছে। একটা ভালো ও আরেকটি ভিলেন। 

ভিলেনের চরিত্রে রয়েছে Ra.One আর হিরোর চরিত্রে রয়েছে G.One. প্রতীক এই গেমটি খেলতে খেলতে তৃতীয় লেভেলে পৌঁছে যায়। কিন্তু সেই লেভেলটি শেষ না করে চলে যায়। এই কারণে Ra.One তাকে খুঁজতে থাকে। গেম থেকে Ra.One বের হয়ে আসে। 

সে প্রতীককে খুঁজতে থাকে। Ra.One এর সামনে পরে শেখর। Ra.One প্রতীককে মারতে চায়। ব্যাপারটি শেখর জেনে ফেলে। তাই নিজেকে প্রতীক হিসেবে পরিচয় দেয়। কিন্তু তাতে লাভ হয়না। Ra.One শেখরকে মেরে ফেলে। 

প্রতীক তার বাবার মৃত্যুকে সাধারনভাবে মেনে নেয়নি। সবাই বলছে দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু সে অন্যকিছু দেখতে পেয়েছিলো। এটা Ra.One এর কাজ। 

পরে তারা G.One এর ব্যবস্থা করে। তারপর আর কি বলবো। বলার ভাষা হারিয়ে ফেলেছি।  Ra.One VS G.One. মারামারির দৃশ্য দেখে আমি আরও অবাক হয়েছি।  সবচেয়ে মজা লেগেছে WWE The Undertaker এর tombstone মাইরটা। জোস লেগেছে।

মুভি সম্পর্কে আর কিছু বলার নেই। 

মুভিটা দেখতে পারেন।

2. Krrish Series

a) Koi... Mil Gaya (2003)

Cast: Hrittik Roshan, Pretty Zinta 

Genre: Sci-fi/Drama

Imdb: 7.1/10

এই মুভিতে রিত্তিক যে তার ক্যারিয়ার এর বেস্ট এক্টিং করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।কিন্তু তার যে ডেডিকেশন ছিল এই মুভির প্রতি সেটাও প্রসংসার দাবিদার।এক্টিং করা কোনো সহয কাজ নয় হয়ত টিভি কিংবা মোবাইল অথবা লেপটপ এ দেখে মনে হতে পারে সহজ আসলে কিন্তু তা নয়।আর রিত্তিক এই কঠিন কাজটাকে এই মুভিতে খুব সহযেই করে দেখিয়েছিল।মুভিটা চাইল্ডহুড মেমোরির একটা অংশ বলতে পারেন।বেশি কিছু বলবনা কেনো জানি মনে হল মুভিটা নিয়ে কিছু লিখার জন্য তাই লিখলাম।

b) Krrish (2006)

Cast: Hrittik Roshan, Pringka Chupra

Genre: Sci-fi/Action

 Imdb: 6.4/10

ক্রিশের সুপারহিরো হয়ে ওঠাটাও সবাই উপভোগ করেছিলো। ইমোশনাল বেশ কিছু সিনও জুড়ে দেওয়া হয়। সুপারহিরো উড়ছে, আমাদের শৈশব ও তখন উড়ছে। গানগুলো ও তখন জনপ্রিয়।  প্রিয়াঙ্কা, হৃত্বিকদের অভিনয়টাও তখন দারুণ লেগেছিলো। সোজা কথায় নস্টালজিয়া একেবারে। 

অডিয়েন্স যখন একটু ম্যাচুরড হয় তখন কিন্তু এর পরবর্তী কিস্তিকে খুব একটা প্রশংসা করেনি। সে হিসেবে এখন রিলিজ হলে হয়তো বাহবাই পেতোনা। কিন্তু সময়ের একটা ব্যাপার আছে। আলফ্রেড হিচককের মুভিগুলোর ব্যাকগ্রাউন্ড স্কোর, মেকিং তখনকার সময় খুব সাসপেন্স জোগাতো, ভয় পাইয়ে দিতো। কিন্তু এখনকার প্রযুক্তির কাছে এসব ব্যাকগ্রাউন্ড স্কোর নিতান্তই সাদামাটা জিনিস। কিন্তু এখানে সময়টাও বিবেচ্য। তেমনি ক্রিশের ক্ষেত্রেও একই কথা বলবো।

c) Krrish 3 (2013)

Imdb:5.3

Genre:Action,sci-fi

আপনাদের মতো বলিউড অভিনেতা দের আজীবন মনে থাকবে আমাদের শৈশব সুন্দর করার জন্য। আমি আসলে বলিউড এর খুব কম অভিনেতা কে পছন্দ করি শাহরুখ, সালমান, রোশান,অশ্বয়,ধনুস,আমির এদের ছাড়া তেমন বলিউডের পছন্দের কেউ নাই। এদের কে কতটুকু ভালোবাসি তা হয়তো বলে এক্সপ্লেন করতে পারব না। 

আমাদের জীবনের অনেকের কাছেই এই মুভিটি আজীবন নষ্টালজিয়া হয়ে থাকবে। এস মুভির আইএমডিবি এতো বড় কিছু বহন করে না। এই সিনেমা আমাদের কে এন্টারটেইনমেন্ট দিতে পেরেছে সেটাই বড় কথা। 

মুভিতে আমার পছন্দের অভিনেতা রোশান কাঙানা বিবেক ছিলেন। আজকে মুভিটা রিওয়াচ করতে করতে আগের টিভিতে দেখা দিন গুলো মনে পড়ে গেলো। মুভিতে এক রো তে চারটি ভিলেন ছিলো সাথে যেই ভিলেন রে বাবা ।

অভিনয় বিজিএম সব কিছুই এখনো পারফেক্ট লেগেছে। 

3. Minnal Murali (2021)

Directed by Basil Joseph

Genres: Action || Fantasy || Sci-Fi

IMDb Rating : 8.5/10

[ নো_স্পয়লার ]

কম বেশি আমরা সবাই সুপারহিরোদের সাথে পরিচিত। মুভি বিশ্বে সুপারহিরোর অভাব নাই। নতুন করে মালায়ালাম ইন্ড্রাস্টিতে  যোগ হইলো ""মিন্নাল মুরালি''। আমরা জানি তারা কত সাধারণ গল্পকে অসাধারণ করে তুলে। এই মুভিতেও সেইটা সীমাবদ্ধ ছিল। পরিচালনা করেছেন বেসিল জোসেফ।

মালায়ালাম ইন্ড্রাস্টিতে গ্রামীণ পরিবেশ বেশি দেখা যায়। সেই গ্রামীণ পরিবেশেই এই সুপারহিরোর আবির্ভাব হয়েছে। বলা যায় তাদের নিজস্ব স্টাইলেই। একটা ব্যাপার বেশ ভালো লেগেছে নায়ক কিংবা ভিলেন দুজনের গল্পই একসাথে টেনে নিয়ে গেছে কাউকে ছোট করা হয়নি। কিভাবে সুপারহিরো হয়ে উঠে তা সুন্দর ভাবে দেখিয়েছে। যাইহোক সব মিলিয়ে ভালোই ছিল।

টোভিনো টমাস ভালো অভিনেতা এইটা আমরা সবাই জানি। কিন্তু সুপারহিরোর ক্যারেক্টরে কেমন করবে সেইটাই দেখার বিষয় ছিল। কিন্তু খুবই ভালো অভিনয় করে গেছে। তার সাথে ভিলেনের কি অসাধারণ অভিনয়। সোমসুন্দরাম সত্যি বলতে ফাটিয়ে দিয়েছে। অন্যান্য সবাই ভালো ছিল। কেউ সেরকম খারাপ করেনি।

রানটাইম বেশি লেগেছে। চাইলেই রানটাইম কমানো যেত। সিনেমাটোগ্রাফি বেশ ভালোই ছিল। বিজিএম ভালো লেগেছে। কম বাজেট হিসেবে ভিএফএক্সের কাজ মোটামুটি ভালোই ছিল। কিছু কমেডি সিন ভালো লেগেছে। মোটকথা মালায়ালাম সুপারহিরোকে সুন্দর ভাবে মানিয়ে নিতে পেরেছি।

Happy Watching💗

4. A Flying Jatt (2016)

Genre     : Action/Fantasy

IMDb      : 3.4/10

গল্পঃ মুভিটা হচ্ছে এমন একজন সুপারহিরোকে ঘিরে যে উচ্চতাকে অনেক ভয় পায়। আর এই মুভির যে ভিলেন সে আসলে একজন ভিনদেশী। টাইগার শ্রফ (সুপারহিরো) একজন মার্শাল আর্ট টিচার এবং এই মুভির নায়িকা জ্যাক্লিন ও একজন স্কুল টিচার। মুভিটি একটি যাদুই গাছ কে নিয়ে যেখান থেকে টাইগার শ্রফ সুপারহিরো পাওয়ার পান। এবং এই মুভির যে ভিলেন তিনিও এখান থেকেই পাওয়ার পান। কিন্তু দুইজনের শক্তির উৎস আলাদা। টাইগার শ্রফ (ফ্লাইং জ্যাট) তার শক্তির উৎস হচ্ছে গাছ। আর রাকা(ভিলেন) তার শক্তির উৎস হচ্ছে ময়লা-আবর্জনা। মুভিটা কেমন যেনো কার্টুন টাইপ মনে হয়েছে। আমার কাছে। 

আশা করি টাইগার শ্রফ ভবিষ্যতে আরো ভালো সুপারহিরো মুভি নিয়ে আসবে। ধন্যবাদ।

5. Mr. X 2015

Director: Vikram Bhatt

Imdb : 4.6 /10 

Genre - Sci-fi/Thriller

Stars - Emraan Hashmi, Amyra Dastur, Arunoday Singh

Budget - ₹37 crore

Box office - ₹30 crore

69% Google users liked this film

6. Robot Movie Series

a) Robot (Enthiran) 2010

Original Language : Tamil

IMDb rating : 7.1

Country : India

Google users like movie : 88%

Genres : Action, Sifi,Fantasy & Romance

Director : Shankar

Budget : 1.32 billion Indian rupee

Box office : 290 কোটি ভারতীয় রুপি

Worldwide Box office : 44 Million USD

Cast : Rajinikanth & Aishwarya Rai

হালকা স্পয়লার : ড. বাসি তিনি একজন ভারতের বিখ্যাত রোবোটিক্স ইঞ্জিনিয়ার,চিট্টি নামে এক অত্যাধুনিক রোবট তৈরি করেন,যার চেহারা অনেকাংশে তার মতোন,চিট্টি প্রথমে অবস্থায় মানুষের সাথে ব্যবহার করা,শিক্ষা দীক্ষা কিছুই জানতো না,ড.বাসী তাকে সবকিছু শিখান,এদিকে বাসীর জিএফ ঐশ্বরিয়ার সাথে রোবট চিট্টির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে,একসময় রোবট চিট্টি বাসীর জিএফকে ভালোবাসাতে শুরু করে,রোবট চিট্টি বাসীর আদেশের অবাধ্য হয়ে পড়ে,বাসী তার উপর রাগ করে তাকে ধবংস করে দেয়,এদিকে বাসীর প্রতিদ্বন্দ্বি ড.বোরা তাকে খুঁজে বের করে নতুন করে তৈরি করে,কিন্তু তার শরীরে ঢুকিয়ে দেয় ভয়ংকর রেড চিপ,চেহারায় আনা হয় তার নতুন লুক,সে হিংস্র ও ধ্বংসাত্মক হয়ে ওঠে

আজ থেকে ৭/৮ বছর আগে ক্যাসেট থাকতে এই মুভিটি বারবার দেখছি,এই মুভির সাথে আমার কত ভালো মুহুর্ত জড়িয়ে আছে,সবশেষে বলবো চিল্ড হুড সময়ে মুভিটা অসংখ্যবার দেখেছি

দক্ষিণী সিনেমার গড সুপারস্টার রজনীকান্তকে বলা হয়,কিন্তু আমি তার এই একটা মুভি দেখেছি 

b) 2.0 (2018)

Action, Sci-Fi, Thriller 

imdb- 8.8

মুভিটি দেখে সবার প্রথমে বুঝে ফেলবেন যে কিছু মানুষের অনেক বছরে কঠোর পরিশ্রমের ফল এটি।

যদিও একশন সিনেমা আমাকে খুব একটা টানে না । তবুও পাবলিকের চিল্লাচিল্লির জন্য আর মিস করলাম না ।

রিলিজের আগে থেকে বলা হচ্ছে ভারতে শ্রেষ্ঠ একশন সিনেমা । কথা ভুল না ।একশন বা ভিএফএক্স হলিউড ক্রস করসে বলব না তবে  অনেকাংশ তুলনা করাই যায় । 

একশন সিনেমায় সাধারনত সেভাবে কোনো মেসেজ পাওয়া যায় না। তবে এটির ক্ষেত্রে বিষয়টা অনেকখানি ব্যতিক্রম । মুভি শেষে দর্শক অবশ্যই একটা স্ট্রং মেসেজ পাবে । যা একটু হলেও আপনাকে ভাবাবে  ।

একেবারে মাস্ট ওয়াচ বলব না তবে রেগুলার মুভিখোর হলে, একশন আর রজনি/অক্ষয় প্রেমি হলে মিস করার কোনো মানেই হয় না ।

Tags