আস-সালামু আলাইকুম বন্ধুরা,
আজকে আপনাদের সাথে কথা বলবো সাম্প্রতিক সময়ের হার্টব্রেক ৫টি বেস্ট বাংলা ওয়েব সিরিজ নিয়ে। যা আপনার অবশই দেখা উচিত। যারা বাংলা ওয়েব ভালো ওয়েব সিরিজ খুঁজছেন তাদের জন্য মাস্ট ওয়াচ। তাহলে শুরু করা যাক।
1. Taqdeer (2020)
Season-1
Genre: Crime, Drama, Mystery
Release Platform: Hoichoi
Cast: চঞ্চল চৌধুরী, মনোজ প্রামানিক, সোহেল রানা, সানজিদা প্রীতি, পার্থ বড়ুয়া
Imdb: 9.3/10
রসাতল, রদবদল, রণক্ষেত্র, গন্ধম, বরফকল, বরখেলাপ, প্রায়শ্চিত্ত, পুলসিরাত- ৮টি নামে ৮টি এপিসোডে বিভক্ত একটি ওয়েব সিরিজ যেটার দৈর্ঘ্য প্রায় ৩ঘন্টা ছাড়িয়ে যায়। বাট ট্রাস্ট মি এটা দেখতে বসলে ৩ঘন্টা কিভাবে কেটে যাবে টেরও পাবেন না।
নাম ভূমিকায় তাকদীর (চঞ্চল চৌধুরী) একজন লাশবাহী ফ্রিজার ভ্যানের ড্রাইভার।ঘটনাচক্রে একদিন তার ভ্যানে একটি লাশ খুজে পায়, আর সেই থেকে শুরু হয় বিপত্তি। একই সময়ে শহরের নামকরা সাংবাদিক আফসানা (সানজিদা প্রীতি) নিখোজ হয়ে যায়।তার সাথে তাকদীরের মোবাইলে হুমকি-ধমকি দিয়ে কল আসতে থাকে। একের পর এক রহস্যের জট বেধে বেধে স্টোরি এগিয়েছে এবং সাসপেন্স লেভেল । কনসেপ্টের ভিন্নতার সাথে সাথে সকলের প্যারফরমেন্স একে অন্যকে ছাপিয়ে যায়। সাউন্ড কোয়ালিটি,বিজিএম এবং ডায়লগ আর সাথে লিজেন্ডারি চঞ্চল চৌধুরী- আর কি লাগে। যারা চঞ্চল ভাইয়ের কাজ ফলো করেন তারা নিঃসন্দেহে জানেন তিনি কত উচু মানের অভিনেতা। ক্যারেক্টারের মধ্যে তিনি যেভাবে ঢুকে যান যে দর্শক হয়ে শুধু মন্ত্রমুগ্ধের মত দেখতে হয়। যেখানে চঞ্চল ভাইয়ের মত জাত অভিনেতা থাকে সেটি মুভি,সিরিজ বা নাটক যাই হোক সেটি দেখার জন্য আলাদা একটা আকর্ষণ কাজ করে। এছাড়াও সমগ্র সিরিজজুড়ে পার্থদার নেগেটিভ রোলটাও দারুণ লেগেছে। ভাল লেগেছে সোহেল রানার করা মন্টু চরিত্রটিও। একটিবারের জন্যও তাকে নতুন মুখ মনে হয় নি।
সিরিজের সবচেয়ে আকর্ষনীয় ব্যাপারটি এর সাসপেন্স। এখানে স্টোরি এমনভাবে এগিয়েছে যে সামনে কি হবে না হবে এটা ভাবতেই একটা আলাদা অনুভূতি কাজ করছিল। সব মিলিয়ে এটি এককথায় দুর্দান্ত। থ্রিলার বা মিস্ট্রি যারা পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ। বাকিদেরও একদমই বোরিং বা খারাপ লাগবে না নির্দ্বিধায় বলা যায়।
2. Contract (2021)
Casting: আরেফিন শুভ, চঞ্চল চৌধুরী, শ্যামল মওলা, মম, মিথিলা....
Director:তামিম নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়
গল্প সংক্ষেপঃ
গল্প বলে দেখার ইচ্ছা নষ্ট করে লাভ নাই বললেও আসলে সেভাবে কোনো গল্প স্পয়লার ছাড়া বলা পসিবল না। মাথা চাড়া দিয়ে উঠা গুন্ডা ব্ল্যাক রঞ্জুকে থামাতে ডাকা হলো কিলার বাস্টার্ডকে। কেনো রঞ্জু প্রায় ১৫ বছর পরে খেপে উঠলো আর কেনই বা তাকে থামানো এতো জরুরি আর এর সাথে রাজনৈতিক কি লিংক রয়েছে তা জানতে তিনঘণ্টা ব্যয় করে, ৬ এপিসোডের এই সিরিজটি দেখে শেষ করতে হবে।
কাস্টিংটা এককথায় অসাধারণ, কেউই হয়তো কল্পনাও করে নাই এমন লোকদের একসাথে করা পসিবল। আরেফিন শুভ, চঞ্চল চৌধুরী তাদের রোলে একেবারে পার্ফেক্ট ছিলেন। শ্যামল মওলা, মম আবারো প্রমাণ করলেন কেমন পাক্কা অভিনেতা উনারা। তবে খামতি লেগেছে মিথিলার রোলে, পোষায়নি বলা যায়। বিজয়ের সরকার সিনেমার লেডি ভিলেনের মতো হয়তো বানানো যেতো, বাট করা হয়নি তাই বিলো এভারেজ লেগেছে। বাকী কাস্টিং ভালো ছিল আর তারা যথেষ্ট ভালো করেছেন। অভিনয়ের পার্টটা সবমিলিয়ে ভালো।
3. Mohanagar - মহানগর (২০২১)
জনরাঃ ড্রামা, থ্রিলার
আই.এম.ডি.বি রেটিংঃ ৯.৫ (রেটিং ওঠা-নামা করবে অবশ্যই)
প্লটঃ
শুরুতেই দেখা যায় ওসি হারুন এবং সাব-ইন্সপেক্টর মলয় কুমার, তাঁদের টিম নিয়ে এক ক্রিমিনালের সন্ধান পেয়ে এক জায়গায় তল্লাশি নিতে এসেছে ! কোনো কারণে ওসি হারুন উল্লেখকৃত জায়গায় কাউকে সাথে না নিয়ে একাই যেতে চায় ! যাইহোক ওসি হারুন একা তল্লাশি করতে গেলে সেই ক্রিমিনালকে খুঁজে পেলেও কোনো এক অজানা কারণে তাঁকে পালিয়ে যেতে দেয় এবং বাইরে এসে বলে সেখানে কেউ নেই এবং ইনফরমেশন নাকি ভুয়া ছিলো ! এদিকে কিছুপরেই জানা যায়, এক ছেলেকে কোনো এক ব্যক্তিকে গাড়ি চাপা দেওয়ার অপরাধে থানায় আনা হয়েছে ! এরমধ্যেই, আবীর নামের এক ছেলের গাড়ির কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও তাঁকে তাঁর গাড়ি সমেত থানায় ধরে নিয়ে আসে ওসি হারুন ! আসল উদ্দেশ্য কী ? কিছুপরেই জানা যায়, থানায় ধরে আনা ছেলেটা আফনান চৌধুরী যাকে ধনীর দুলাল বলা যায় ! যাইহোক, পুলিশ স্টেশনে একজন প্রত্যক্ষদর্শী আফনানের বিরুদ্ধে সাক্ষী দিতে আসলে ওসি হারুন তাঁকে অনেকটা ভয় দেখিয়ে থানা থেকে ভাগিয়ে দেন ! তাছাড়া, ঘটনাস্থলে যে লোকের এক্সিডেন্ট হয়, তাঁর লাশও খুঁজে পাওয়া যায় না ! লাশ কোথায় গেলো ? এদিকে এই ঘটনাটা, দুর্ঘটনা নাকি জেনে শুনে হত্যা'র তদন্তে যোগ দেন এসি শাহানা হুদা ! তারপরে কী হয় ?
মহানগরের সিনেমাটোগ্রাফি ছিলো জাস্ট ওয়াও ! এন্ট্রো মিউজিকটা দারুণ লেগেছে আমার কাছে ! তাছাড়া কালার গ্রেডিং, বিজিএম একদম পারফেক্ট ছিলো ! বিশেষ করে, মোশাররফ করিমের ডায়লগ গুলা ছিলো জাস্ট ওয়াও ! মোশাররফ করিমের ক্যারেক্টার'টা ছিলো বেশ রহস্যময় একটা ক্যারেক্টার ! শুরুতে মনে হতে পারে, ওসি হারুন ঘুষখোর অসৎ পুলিশ ছাড়া আর কিছু নয় তবে লাস্ট এপিসোডের সংলাপগুলো অন্যকিছু মিন করে ! লাস্ট এপিসোড দেখে বোঝা গেছে, সিজন ০২ আসবে ! আশা করা যায়, অনেক জট সিজন ০২ তে খুলবে !
4. August 14 (2020) - Mini Web Series
Number of Episodes - 6
Genre : Crime, Thriller, Drama
Director : Shihab Shaheen
Warning : 18+ and Violence
Rating : Imdb - 8.7
নিজ সন্তানের হাতে যদি মা-বাবাকে খুন হতে হয় তাহলে এর চাইতে আর নির্মম কিছু আছে বলে মনে হয় না!! ঐশী মেয়েটার কথা মনে আছে!! অবশ্যই মনে থাকার কথা !!2013 সালের ১৪ ই আগস্ট ঐশী তার নিজ মা-বাবাকে কফির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে নিজ হাতে খুন করেছে !!! ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ঐশী তার মাকে ১১ বার ছুরিকাঘাত করেছে । ভাবতে গেলে গা শিউরে উঠে !!কিভাবে সম্ভব একজন সন্তান তার নিজ মাকে এভাবে হত্যা করতে পারে !!কিসের এত রাগ তার নিজ মায়ের উপর !! এই হত্যাকাণ্ডের জন্য ঐশী কি নিজেই দায়ী নাকি তার মা-বাবা ও অনেকাংশে দায়ী ছিল??? জানতে হলে দেখতে হবে সত্য ঘটনার উপর নির্মিত এই বাংলাদেশী ওয়েব সিরিজটি এই সিরিজটি । দেখার পর আমি খুবই অবাক হলাম যে বাংলাদেশের নির্মাতারাও এই ধরনের Raw ওয়েব সিরিজ বানাতে সক্ষম!! সিরিজ টি পরিচালনা করেছেন শিহাব শাহীন। রোমান্টিক নাটকের নির্মাতা হিসেবে শিহাব শাহীন বেশ জনপ্রিয় একটা নাম । রোমান্টিক জনরা থেকে বেরিয়ে এসে ক্রাইম থ্রিলার আসাটা খুব একটা সহজসাধ্য কাজ না । ওয়েব সিরিজটির কাস্টিং , ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই ভালো । ঐশির চরিত্রে অভিনয় করা তাসনুভা তিশার কথা না বললেই নয় এক কথাই mind-boggling পারফরম্যান্স !!! সিরিজটি দেখার সময় মনে হচ্ছিল যেন ঐশীকে দেখছিলাম এতটাই চরিত্রের গভীরে চলে গিয়েছে তাসনুভা তিশা!! সব মিলিয়ে সিরিজ টি ভালোই লেগেছে । এক মিনিটের জন্য বোর হবেন না এটা বলতে পারি । সবশেষে বলব বাংলাদেশের যেসব নির্মাতারা এই ধরনের ওয়েব সিরিজ বা মুভি তৈরি করতে আগ্রহী তাদের জন্য এই আগস্ট ১৪ উদাহরণ হয়ে থাকবে!! যদি নির্মাতাদের যথেষ্ট বাজেট এবং মুভি নির্মাণ বা ওয়েব সিরিজ তৈরীর ক্ষেত্রে সত্যিকার অর্থে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে আমরা আরও অনেক ভালো কাজ পাবো বলে আশা রাখি। তো আর দেরি কিসের এখনি দেখে ফেলুন।
5. Morichika (2021)
Directed by Shihab Shaheen
Personal Rating ► 8.5/10
Genres ► Crime || Thriller || Mystery
Star Cast: Afran Nisho, Siam Ahmed, Jovan, Mahiya Mahi
বাবু ভাই ওরফে সালাম শরীফের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আফরান নিশো ফাইনেস্ট এক্টর'দের মধ্যে একজন। উনার সবচেয়ে বড় গুন হচ্ছে, উনি যেকোনো চরিত্রের সাথে নিজেকে খাপ-খাইয়ে নিতে পারেন। এবারেরও তার ব্যতিক্রম হয় নি! আমি নিশো বসের পারফরম্যান্স নিয়া একটা কথাই বলব নিশো'র এমন রূপ আগে দেখা যায় নি!
বন্নি'র চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। মাহিয়া মাহি তাঁর চরিত্রে বেশ ভালো ছিলো! গোটা সিরিজে তার চরিত্রের ডিমান্ড অনুযায়ী ইনটেন্স অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে। আর জুয়েলের চরিত্রে জোভান মানাইসই ছিলো। এন্ড ফাইনালি পুলিশ অফিসার শাকিলের চরিত্রে সিয়াম আহমেদ'কে আমার খুবই ভালো লেগেছে! এই গোটা সিরিজে আফরান নিশো'র পর সিয়াম এর অভিনয়ই আমার দূর্দান্ত লেগেছে। সিয়াম স্ক্রিনে যথেষ্ট সময় ও পেয়েছে তার ফলস্বরূপ নিজের সেরাটাই দিয়েছেন তিনি। তাছাড়া বাকীরা সাপোর্টং কাস্ট নিজ নিজ জায়গাতে ঠিকঠাক ছিলো।।।
সিরিজের সংলাপ গুলো ছিলো বেশ উপভোগ্য। বিশেষ করে বাবু ভাই এর চরিত্রে নিশো বস এর একটা ডয়লগ ছিলো, "বান্দির বাচ্চা, মানুষের চেহারা নিয়া জন্মইছছ কি ভাতের পুটকি মারতে? শু*রে বাচ্চা!" মানে দূর্দান্ত ডয়লগ টা শুনে কিছুটা স্লাং ল্যাংগুয়েজ মনে হলেও গল্পের সিচুয়েশন এবং নিশো বস এর সোয়াগ এ ডায়লগ টি একদমই মানানসই ছিলো সিরিজে!