মাথা নষ্ট করা ৩টি সাউথ ইন্ডিয়ান টাইম ট্রাভেল সিনেমা ২০২২। সিনেমা দেখে মাথার চুল ছিরুন - aamirsvlog

 আস-সালামু আলাইকুম বন্ধুরা।  আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সাউথ ইন্ডিয়ান কিছু টাইম ট্রাভেল সিনেমা নিয়ে।

টাইম ট্রাভেলের ধারনাঃ-

- সময় নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই।

এর কারণ মানুষের জীবনে সব চেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। সময়কে অবহেলা করতে চায় না কেহুই। সময় মানুষের জীবনকে গড়ে দেয় কিংবা ধ্বংস করে।

অনেকে আবার সময়কে ধরে রাখতে কিংবা ব্যবহার করতে নানাবিধ কান্ডকারখানাও করেছেন 

অনেকে দিয়েছেন আবার সুস্পষ্ট ধারনা। সেই ধারনাকে অনেকে নাকচ করেছেন অন্য মতবাদ দিয়ে।

তবে টাইম ট্রাভেল সম্পর্কে নতুন ধারনা নিয়ে আসেন বিখ্যাত ইংলিশ লেখক এজি ওয়েলস।

তার বিখ্যাত সায়েন্স ফিকশন উপন্যাস " টাইম মেশিন" অনেকেই পড়েছেন।

১৮৮৫ সালে প্রকাশিত হয় এই উপন্যাসটি।

এখানে তিনি টাইম মেশিন ব্যবহার করে ভবিষ্যতের বর্ণনা করেছেন। এই বর্ণনাই মূলত বর্তমানে  অথবা আগের টাইম মেশিন ফিল্ম গুলর কাহিনীর প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করেছেন নির্মাতারা।

যারা টাইম ট্রভেল সিনেমা পছন্দ করেন তাদের এই সিনেমাগুলো দেখা উচিত।  অনেকে জানেন না যে হলিউড এর মতো ইন্ডিয়াতেও টাইম ট্রাভেল ভিত্তিক সিনেমা তৈরি হয়েছে।  আস্তে আস্তে সব ধরণের সিনেমা নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তাহলে চলুন শুরু করা যাক সাউথ ইন্ডিয়ান টাইম ট্রাভেল সিনেমা নিয়ে। 

1. 24 (2016)

Genre: Sci-fi / Actions

Language: Tamil, Hindi

Director: Vikram Kumar

IMDb Rating: 7.9/ 10

My Rating: 8/10

Duration: 164 Minutes 

ভারতে এমন সাই-ফাই টাইম ট্রাভেল মুভি আমি এখন পর্যন্ত দেখিনি।

মুভির লিড রোলে আছে সুরিয়া  এবং সামান্থা।

সামান্থা আর সুরিয়ার কেমিস্ট্রি ছিলো মনে রাখার মতো। সামান্থাকে এই মুভিতে অন্য সব মুভির থেকে একটু বেশিই কিউট লেগেছে।

মুভির সিনেমাটোগ্রাফি ছিলো অসাধারণ। একটা মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বিশেষ ভূমিকা পালন করে। মুভির মিউজিকে ছিলেন ভারতের লেজেন্ডারি মিউজিক কম্পোজার A.R. Rahman আর মুভির মিউজিক আসলেই ছিলো চমৎকার। মুভির Naan Un গানটা আমার অলটাইম ফেভরিট গানের লিস্টে আছে। গানে কন্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় সিঙ্গার Arijit Singh.গানের লোকেশন গুলোও খুব সুন্দর।

মুভির স্ক্রিন প্লে, ডিরেকশন, মিউজিক, স্টোরি, স্টার কাস্ট সব কিছুই এক কথায় দুর্দান্ত ছিলো। কোথাও কোনো কমতি ছিলো না কিন্তু দূর্ভাগ্যবশত মুভিটা বক্স অফিসে ভালো করতে পারেনি। বক্স অফিসে টিকতে না পারলেও মুভিটা দর্শকদের মন জয় করে নিয়েছে। এবং আমার মতো অনেকেরই অলটাইম ফেভরিট মুভির লিস্টেও আছে। সুরিয়ার ফ্যানদের কাছে মুভিটা স্মরণীয় একটা মুভি হয়ে থাকবে।

শোনা যাচ্ছে সামনে এই মুভির সিকুয়াল আসবে। নিউজটা শুনে আমি খুব খুশি। আশাকরি পরেরটা আরো ভালো হবে এবং এবার বক্স অফিসেও খুব ভালো পারফর্মেন্স দিবে। সুরিয়ার কাছ থেকে আরো একটি অসাধারণ মুভি পাওয়ার আশা রাখাই যায়।

2. Indru Netru Naalai (Time Machine) 2015

Genre:Sci-fi,comedy

Year:2015

IMDB rating:8/10

Cast:Vishnu Visual,Karunakaran,Miya,Jaya Prakash,P. Ravi Shankar

2065 সালের পৃথিবী।

*একজন সায়েন্টিস্ট তার আবিষ্কৃত টাইম ট্রাভেল ডিভাইসটির কর্মক্ষমতা পরীক্ষার জন্য 2015 সালের পৃথিবীতে পাঠায়।কিন্তু ডিভাইসটি ফিরে আসেনি।তাই তার এই ডিভাইস অকার্যকর ধরা হয়।

2015 সাল।

*ইলাঙ্গো এবং পুনিত দুজন খুব ভালো বন্ধু।পুনিত জ্যোতিষশাস্ত্রে পড়ছে আর ইলাঙ্গো চাকরি না খুঁজে নিজের আইডিয়ার উপর নির্ভর করে ব্যবসা করার চেষ্টা করছে।ইলাঙ্গোর প্রেমিকা আনু,তার বাবার সাথে ইলাঙ্গোর পরিচয় করানোর জন্য তাকে চাকরি খোঁজার জন্য আলটিমেটাম দেয়।

কুখ্যাত গুণ্ডা কানাইয়ালালকে গ্রেফতার করতে চায় পুলিশ,যার বিরুদ্ধে স্মাগলিং,খুন,সম্পত্তি দখলের মামলা আছে।অন্যদিকে,পার্থসারথি নামের এক পাগলাটে সায়েন্টিস্ট ভবিষ্যতের পৃথিবীর ভয়েস কন্ট্রোলিং ভেইকেল নিয়ে গবেষণা চালাচ্ছে।

এক এনকাউন্টারে কানাইয়ালাল মারা যায় এবং পার্থসারথি ও ইলাঙ্গো-পুনিতের পরিচয় হয় রোড এক্সিডেন্টের মাধ্যমে।সেখানে তারা খুঁজে পায় 2065 সালে পাঠানো সেই টাইম মেশিন।

কাহিনী মূলত শুরু এখান থেকেই।

ইলাঙ্গোর জীবনে কী কী চেইঞ্জ হবে এই টাইম মেশিনের কারণে?সেসব কী শুভ,নাকি অশুভ?জানতে হলে দেখে ফেলুন এই মুভিটি।

3. Maanaadu (2021)

Language: Tamil

Genre: Science Fiction Action Thriller

Cast:  Silambarasan, Suryah and Kalyani Priyadarshan

Imdb: 9.2

~ তামিল ইন্ড্রাস্ট্রি তে এরকম ইউনিক কনসেপ্ট সত্যি অতুলনীয়!!! টাইম লুপ নিয়ে মুভিটা নির্মিত। এরকম স্টোরি নিয়ে সচারচার সাউথের ইন্ড্রাস্ট্রি গুলো তে সিনেমা নির্মিত হয় না!! এই সিনেমা আবার সবার জন্য না, যেখানে অভিজ্ঞ ক্রিটিক্স রা গুড রিভিউ দিয়েছে সেখানে বিভিন্ন জায়গায় দেখলাম যে বলে নাকি এটা ফালতু মুভি! যারা লুতুপুতু প্রেমের কাহিনী দেখে অভ্যস্ত তাদের কাছে এটা একদমই ভালো লাগবে না!

~ সিনেমাটোগ্ৰাফী বেশ ভালো ছিল, বিজিএম মনোমুগ্ধকর ছিল!!!

~ অনেকদিন পর তামিল ইন্ড্রাস্ট্রি এর বেশ উপভোগ্য একটা সিনেমা দেখলাম!!

~ সিলাম্ব্রাসান এর অভিনয় এর প্রশংসা করতেই হচ্ছে!! একাই স্ক্রিন মাতিয়ে রেখেছে! তো যারা ভিন্ন কনসেপ্ট এর মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য মাস্টওয়াচ!!!