বাক্স অফিসে বাজিমাত করা সালমান খানের ১০টি সিনেমা 2022। সাল্লু ফ্যানরা সাড়া দেন

 বলিউডের ৩ খানের মধ্যে অন্যতম সালমান খান, যাকে আমরা বলিউডের ভাইজান হিসাবে জানি আজ তার বক্সঅফিসে ঝড় তোলা সিনেমা গুলো নিয়ে কথা বলবো। এই সিরিয়াল টি রেন্ডমলি করা হয়েছে।  কোনো সিনেমা বাদ পড়লে কমেন্ট করে জানাবেন প্লিজ।  তাহলে শুরু করা যাক। 

1. Bajrangi Bhaijaan (2015)

[GENRE]:Comedy | Drama

[LANGUAGE ]: Urdu | Panjabi | Hindi

[iMDB RATING]: 8.2/10

Rotten tomatoes: 88% fresh tomatoes!

Budget ₹90 crores

Box office est. ₹969.00 crores[wikipedia]

সালমান খান, নওয়াজউদ্দীন সিদ্দিকী, কারিনা কাপুর, হার্শালি মালহোত্রা অভিনীত জনপ্রিয় ফিল্ম বজরঙ্গি ভাইজান। কবির খান পরিচালিত এটি। 

কাহিনী সংক্ষেপ: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই ক্রিকেটের সবচেয়ে বড় উত্তাপের ম্যাচ। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পাশাপাশি ভারত-পাকিস্তান এখানে সবচেয়ে বড় রাইভাল। গল্পের শুরুতে এমনই এক ম্যাচ দেখা যায়। এরপরই দেখা যায়, একজন গর্ভবতী মহিলা পাকিস্তানের সুলতানপুর গ্রাম বসে ঠিক করছেন তার সন্তানের নাম রাখবেন শাহিদা।

 ৬ বছর পর...

শাহিদা দেখতে সুন্দর দারুণ এক মেয়ে। কিন্তু শাহিদা কথা বলতে পারেনা। আর এ কারনেই তার মা তাকে দিল্লি আনেন। কিন্তু ফিরতি ট্রেনে উঠতে পারেনি শাহিদা। তাই পাকিস্তান যাওয়ার বদলে ভারতেই থেকে যায় শাহিদা। 

পবনকুমার...

পবনকুমার এক সাধাসিধে যুবক। পরীক্ষায় সবসময় ফেল করতো। তাই তার ফেল করাটাই তার বাবার কাছে স্বাভাবিক মনে হতো। কিন্তু শেষে পবনকুমার পাশ করে ফেলে। খবরটি হজম হয়নি তার বাবার...

যাই হোক, সাধাসিধে পবনকুমার সংসার জীবনে জড়ায়। রাশিকার মতো সুশ্রী, ভালো মেয়েই তার কপালে জুটে। এরই মাঝে সেই শাহিদার সাথে দেখা হয় তার। শাহিদা কথা বলতে জানেনা। তাই তার বাড়ি কোথায় তা জানতে পারেনা পবনকুমার। কিন্তু যখন জানতে পারে পাকিস্তান শাহিদার দেশ তখন চিন্তায় না পড়ে উপায় নেই। এরপরেও সিদ্ধান্ত নেয় পবন, যেভাবেই হোক ফিরিয়ে দিবে শাহিদাকে...

 _*_

শুধু ফিল্মের গল্পের জন্যে না বরং এই ফিল্মে সালমানের এক্টিং এর প্রশংসাও করতে হয়। তার প্রায় প্রত্যেক ফিল্মে একই হিরোইজম টাইপ গল্প, অহেতুক এটিচিউড এসবের জন্য ট্রল হচ্ছে এবং সামনেও এর ধারা বইবে বলেই ধারনা। বাট বজরঙ্গি ভাইজানে একেবারেই অন্যরকম এক সালমানের দেখা মিলে। হিরোইজম বাদ, কথিত সোয়াগ ও উধাও! এক অন্যরকম সাধাসিধে ক্যারেক্টরের দেখা পায় অডিয়েন্স। এবং সাদরেও তা গ্রহণ করে। 

কারিনা কাপুরের চরিত্রকে বলা যায় তুলনামূলক কম ইম্পেক্ট করার মতো চরিত্র। কিন্তু এরপরেও অভিনয়ের জোরে ঠিকই নজর কেড়েছেন। নওয়াজ তো যতোক্ষণ স্ক্রিনে ছিলেন ততক্ষণই সাবলীল ছিলেন। তবে সবাইকে ছাপিয়ে সেই সালমান-হার্শালি কম্বো...

কবির খান দারুণ মেকিং করেছেন। সাবলীলভাবেই সালমান এবং হার্শালিকে উপস্থাপন করেছেন তিনি। অতিরঞ্জিত জিনিসের ছিটেফোঁটাও স্পর্শ করেননি। যা ফিল্মকে আরও উপভোগ্য করে। এমনকি দারুণ শুরুর পরেও অনেক ফিল্মই শেষাংশে থুবড় পড়ে। কিন্তু বজরঙ্গী ভাইজানের ফিনিশিংই এই ফিল্মের সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে দেয়। হয়তো এ কারনেই এই ফিল্মের হ্যাটার নেই...

2. Kick (2014)

Imdb Rating : 5.3/10

Director & Producer : Sajid Nadiadwala

Music : Himesh Resammiya

Budget : 140 Cr.

Box office Collection : 412 Cr.

Starring : Salman Khan, Nawaz Uddin Siddique, Randeep Hooda, Jaquelin Fernandez etc.

মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার ছিলো। মুভিটির পরিচালনা ও প্রযোজনায় ছিলেন সাজিদ নাদিওয়ালা। মিউজিক ছিল সুপার হিট। কিকের মধ্যে সালমানের গর্জিয়াস লুক, এ্যাকশন, ডায়ালগ ডেলিভারি, ক্রেজি ড্যান্স, হার্ট টাচিং পারফরম্যান্স সবকিছু দেখার মত। রনদীপ হুদা ও নওয়াজ উদ্দিন সিদ্দিকী'র এক্টিং, ডায়ালগ দেখে জাস্ট অসাধারন। একসাথে সবকিছু পেতে কিক মুভির বিকল্প নেই। এটি ২০০৯ সালের তেলেগু পরিচালক সুরেন্দর রেড্ডি পরিচালিত রবি তেজা অভিনীত কিক মুভির রিমেক। কিন্তু এটি রিমেক হলেও আলাদা মাসালা, অ্যাকশন, মিউজিক, লোকেশন মুভির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে পরিচালক।

3. Ek tha Tiger (2012)

Imdb Rating 5.5/10

Director: Kabir Khan

Box office: 3.32 billion INR

কাহিনীঃ- অবিনাশ ওরপে টাইগার একজন ভারতীয় “র" এজেন্ট। টাইগারকে একটি মিশনে ডাবলিন পাঠানো হয় ডাবলিনের এক বিজ্ঞানীকে ধরার জন্য যে কিনা পাকিস্তানে মিসাইল প্রযুক্তির গোপন তথ্য পাচার করে। ঘটনা চক্রে পরিচয় হয়ে পাকিস্তানের আইএসআই এজেন্ট জোয়া'র সাথে। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তবে জোয়া যে পাকিস্তানি এজেন্ট টাইগার জানত না। ঘটনা চক্রে টাইগার আবিষ্কার করে জোয়া একজন আইএসআই এজেন্ট। টাইগার তার কাছে আইএসআই সম্বন্ধে তথ্য চাইলে জোয়া পাকিস্তানের সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি হয়না। তারপরে ঘটে যায় অনেক ঘটনা। টাইগার কী বিজ্ঞানী কে ধরতে পারবে? টাইগার কী জোয়ার কাছ থেকে তথ্য নিতে পারবে? এসব প্রশ্নের উত্তর জানা যাবে মুভির শেষে।

অন্যান্য তথ্যঃ- এক থা টাইগার ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি মুভি। এটি থ্রিলার, অ্যাকশন, রোমান্টিকের সংমিশ্রণে নির্মিত মুভি। মূল চরিত্রে অভিনয়ে ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। মুভিটি পরিচালক করেন কবির খান ও প্রযোজনায় ছিলেন আদিত্য চোপড়া। যশ রাজ ফিল্মস এর সঙ্গে এটি পরিচালক হিসেবে কবির খানের তৃতীয় কাজ এবং সালমান খানের প্রথম কাজ। মিউজিকের দায়িত্বে দুই সহোদর সাজিদ এবং ওয়াজিদ।

4. Dabangg 2 (2012)

♦️ বাজেট - ৮৪ কোটি 

♦️ ডমেস্টিক নেট - ১৪৯.৫২ কোটি

♦️ ডমেস্টিক গ্রোস - ২০২.৬৫ কোটি 

♦️ ডমেস্টিক ফুটফলস - ২.০৫ কোটি 

♦️ ওভারসীস গ্রোস - $8.47 Million 

♦️ Box office - ২৪৯.২৪ কোটি। 

♦️ ফলাফল - Blockbuster 

* এই সিনেমার মাধ্যমে সালমান খান ব্যাক টু ব্যাক ৫ টি Blockbuster সিনেমা দেবার রেকর্ড করেন। - Dabangg, Ready, Bodyguard, Ek Tha Tiger এবং Dabangg 2। ৫ টি ব্লকবাস্টার দিতে প্রায় আড়াই বছর সময় নিয়েছিলেন। 

* সালমান খানের ক্যারিয়ারের প্রথম সিকুয়েল/ফ্রাঞ্চাইজি ফিল্ম। এরপর থেকে সিকুয়েলের নেশা তার চেপে বসেছে - অথচ ক্যারিয়ারের প্রথম ২৩ বছরে কোনো সিকুয়েল ছিলোনা। 

* সিনেমার সিকুয়েল নিয়ে অভিনব কাশ্যপ ও খান পরিবারের মধ্যে মতোবিরোধ হয় - যার ফলে সিনেমাটি আরবাজ খান পরিচালনা করেন। এটি আরবাজের ক্যারিয়ারের প্রথম ডিরেক্টেড সিনেমা। 

* প্রকাশ রাজের চরিত্র কেটে একদম ছোট করে দেওয়া হয় - প্রকাশ রাজ তাই রাগে এই সিনেমার ডাবিং করেননি পরবর্তীতে ডাবিং আর্টিস্ট দিয়ে তার রোলের ডাবিং করা হয়। 

* সিনেমাটি অভিষেক ডিরেক্টরের হায়েস্ট গ্রোসিং ফিল্ম হবার রেকর্ড করে। Thanks To Salman Khan। কোয়ালিটির জন্য ক্রিটিক্সরা এই সিনেমাকে ধুয়ে দিয়েছিলো। Dabangg সিনেমা ও চরিত্রের জনপ্রিয়তা সিনেমাটিকে বড় হিট বানাতে সাহায্য করে।  

* সিনেমায় Kareena Kapoor Khan এবং Malaika Arora দুজনেই আইটেম নাম্বারে আলাদা আলাদাভাবে অংশ নেন। 

* সিনেমাটি ওপেনিং উইকেন্ডে রেকর্ড করে।

5. Bodyguard (2011)

Genere:Action,Comedy,Romance 

Language:Hindi 

Country:India 

IMDB:4.6/10 

Box office: 234cr

ছবির গল্পে দেখা যায়,লাভলী সিং(সালমান খান) হল দিব্যার(কারিনা কাপুর) বডিগার্ড। কিন্তু দিব্যা তার জন্য বডিগার্ড  রাখার কারনে বিরক্ত। তাই সে বডিগার্ডের উপর রেগে থাকে।তাই দিব্যা ছায়া নাম নিয়ে লাভলী সিংকে বিরক্ত করার জন্য প্রেমের অভিনয় শুরু করে,এবং একপর্যায়ে সত্য প্রেমে পরে যায়। 

এবং ঘটনাক্রমে এক সময় লাভলী সিং দিব্যার বান্ধবী মায়াকে বিয়ে করে কানাডা চলে যায়। কিন্তু লাভলী সিং কেন দিব্যাকে বাদ দিয়ে তার বান্ধবীকে বিয়ে করে,জানতে হলে মুভিটি দেখতে হবে। 

বিঃদ্রঃ এই ছবির,"তেরি মেরি,প্রেম কাহানি" গানটি তখনকার সময়ে খুবই জনপ্রিয় হয়েছিল।। 

6. Dabangg (2010)

Imdb rating : 6.2/10

Genre : Action, Comedy

Director : Abhinav Kasyap

Star cast : Salman Khan, Sonakshi Sinha, Arbaaz Khan etc.

60% Rotten tomatoes and 78% goggle users like this film.

BOX OFFICE: 193 crores

এটি দাবাং সিরিজের ১ম কিস্তি। দাবাং সেট করা হয় ভারতের এর উত্তর প্রদেশ এবং একটি নির্ভীক পুলিশ অফিসার চুলবুল পান্ডে, এবং তার সৎ বাবাকে এবং ভাইয়ের সাথে তার অস্থির সম্পর্কের গল্প বলে। দাবাং বিশ্বজুড়ে প্রায় ২১০০ সিনেমা হলে ১০ সেপ্টেম্বর ২০১০ ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল । এটি ২০১০ সালের সবচেয়ে বেশি আয় করা বলিউড ছবি । দাবাং বেশ কয়েকটি পুরষ্কার জিতেছে সেরা জনপ্রিয় চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা চলচ্চিত্র এবং সেরা এক্ট্রেস সহ ছয় ফিল্মফেয়ার পুরষ্কার জিতেছে । পরবর্তী remade তামিল যেমন Osthe এবং তেলুগুতে গব্বার সিংহ হিসাবে ছবিটির পরে দুটি সিক্যুয়াল ছিল দাবাং-২(২০১২) এবং দাবাং-৩(২০১৯)। দ্বিতীয়টি আংশিক প্রিকোয়েল হিসাবে কাজ করে, একটি ফ্ল্যাশব্যাক বর্ণনা করে যা দাবাংয়ের ঘটনাগুলি তৈরি করেছিল। তথ্যসূত্র-উইকি।

7. Ready (2011)

IMDb:- 4.7/10

Rotten Tomatoes:- 30%

One of the best Comedy Action movie of the decade!

Box office collection: 120 crores

সালমান খান মানেই রোমান্স কথাটা সম্পুর্ন পাল্টে দিয়েছিল ভাইজান এর Wanted! 

বক্স অফিসে হিট মুভিটি ছিল সেই দশকের সেরা মুভির একটা! 

তেলেগু সুপারস্টার মহেশ বাবু পর্যন্ত বলেছেন যে ক্যরেক্টার টা তার থেকে সালমান খান ভালো প্লে করেছেন।  এতেই বুঝা ঝায় সালমান খান কোন লেভেলের এক্টর! 

রিমেক বলে অনেক এ হাসাহাসি করে অথচ বলিউড এর সালমান খানের মতো পারফরমেন্স বলিউড এ কেউ দিতে পারে নাই।  

রেডি ছিল বলিউড এর অন্যতম সেরা রিমেক। 

8. Wanted (2009)

Directed by Prabhudeva

Genres : Action Crime Thriller

IMDb Rating : 6.6/10 

Box office collection: 107 crores

Plot : এই সিনেমার কাহিনী এখন কমবেশি সবারই জানা তবুও আমি আবার শর্ট করে একটু বলছি... মুভিতে সালমান খান মানে 'রাধে' একজন আন্ডার কভার পুলিশ অফিসার। যে কিনা মাঠে নেমেছে মুম্বাইয়ের গ্যাংস্টারদের শেষ করার জন্য বিশেষ করে শামসুদ্দিন আজগর গনি'র গ্যাংয়ের উৎখ্যাত করাই তার প্রধান উদ্দেশ্য। সে তখন গুন্ডার ছদ্মবেশে গ্যাংস্টারের সাথে কাজ করেন। যে কিনা টাকার জন্য যে কাউকেই মেরে ফেলতে পারেন। ঘটনার এক পর্যায় সে এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে জানভির প্রেমে পড়ে যান বাধে। কিন্তু জানবী রাধের এই মাস্তানি পছন্দ করেন না এবং সে চায় রাধে যাতে নিজেকে বদলে ফেলেন... বাকিটার জন্য মুভিটা এখনো না দেখে থাকলে দেখে ফেলেন।

Personal Opinion : মহেশ বাবু অভিনীত তেলেগু #Pokiri সিনেমার অফিসিয়াল হিন্দি রিমেক ছিলো এই WANTED মুভিটি। যদিও এর আগে Pokkiri একই নামে আরো একটি রিমেক হয়েছিল তামিল ভার্সনে, যেটাতে ছিল থালাপতি বিজয়। পারফর্মেন্স, মেকিং সব মিলিয়ে তুলনামূলক ভাবে তামিল এবং তেলেগু ভার্সন থেকে ভাইজানের এই #WANTED অনেক বেটার লেগেছে আমার কাছে!

9. TIGER ZINDA HAI (2017)

Director: Ali Abbas Zafar

IMDb: 5.9/10

80% Google users liked this film

BOX OFFICE: ₹565.1 crore[wikipedia]

*কাহিনিঃ যারা একবার জুড়ে যায় গোয়েন্দা সংস্থার সাথে। কেবল মৃত্যুই গোয়েন্দা সংস্থার সাথে তাদের সম্পর্কে সমাপ্তি ঘটাতে পারে। কারন যতদিন কোনো এজেন্ট জীবিত থাকবে। ততদিন কোনো না-কোনো ভাবে তার কাছে ডাক আসবে গোয়েন্দ সংস্থার কাছ থেকে। 

*আইসিসের টপ লেভেলের এক কমান্ডার আহত হয় ইরাকি সেনাদের গুলিতে। তো যথারীতি আইসিস তাদের আহত কমান্ডারকে চিকিৎসার জন্য নিয়ে আসে শহরের একটি হাসপাতালে। যেখানে রয়েছে ভারতীয় এবং পাকিস্তানি নার্সরা! যারা জিন্মি হয় আইসিসের হাতে!

*আইসিসের আহত কমান্ডার ঔ হাসপাতালে ভর্তি আছে যেনে। তাকে হত্যার জন্য আমেরিকা, উক্ত হাসপাতালে বিমান হামলা করার পরিকল্পনা করে। কিন্তু তাদের পরিকল্পনাই বাঁধ সাধে উক্ত হাসপাতালে জিন্মি থাকা নার্সরা। কারন বিমান হামলা করলে আইসিস সদস্যের সাথে নার্সদেরও মৃত্যু হবে। তাই আমেরিকা ভারত সরকারকে ৭ দিনে সময় দেয়। হাসপাতালে জিন্মি থাকা, নিজেদের নার্সদের উদ্ধারের জন্য! কারন এরপর তারা হাসপাতালে বিমান হামলা করবেই করবে।

*এবার নিজেদের নাগরিকদের বাঁচানোর জন্য দৌড়ঝাপ শুরু করে 'র'। অনেক দৌড়াদৌড়ির পর, প্রস্তাব উঠে। আইসিসের কাছে জিন্মি থাকা নার্সদের উদ্ধারের দায়িত্ব, ৪ বছর আগে এজেন্সি ছেড়ে পালিয়া যাওয়া টাইগারের কাঁধে দেওয়ার।

এখন প্রশ্ন হচ্ছে টাইগার কি বেঁচে আছে এখনো? কারন 'র' আনুষ্টানিক ভাবে টাইগারকে মৃত ঘোষনা করেছিল ৪ বছর আগে! আর যদি 'র' এবং আইএসআই-এর কিলারদের, চোখ ফাঁকি দিয়ে টাইগার কোন রকমে বেঁচেও থাকে! তবে টাইগার কি রাজি হবে নতুন মিশনের জন্য? কারন টাইগার তো ৪ বছর আগেই ছেড়ে দিয়েছিল এসব কর্মকান্ড!

10. Sultan(2016)

Genre: Sports, Drama

Imdb rating: 7/10

Director: Ali Abbas Zafar

Producer: Aditya Chopra

Star Cast: Salman Khan, Anushka Sharma, Randeep Hooda, Amid Sadh etc.

85% Rotten tomatoes & 82% goggle users like


১৪৫ কোটি নির্মান ব্যয়ে এই মুভি বক্সঅফিসে ৬২৩ কোটি টাকা আয় করে। এটি ভারতীয় পাঁচটা হায়েস্ট গ্রোসিং মুভির মধ্যে একটা। মুভির স্টোরি, ডিরেকশন, স্ক্রিনপ্লে, মিউজিক (বিশেষ করে jag ghomeya গানটা মোস্ট ফেভারিট), সিনেমাটোগ্রাফি এবং সবার অভিনয় ভাল ছিল। বিশেষ করে সালমান খানের সুলতান ও আনুশকা শর্মার আরফা চরিত্র দুটি অসাধারন অভিনয় করেছে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ!
Tags