হার্টবিট কাঁপানো ৩টি হিপনোথাইজম সিনেমা। যা দেখে আপনার হার্টবিট কেঁপে উঠবে - aamirsvlog

 আস-সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন ৩টি সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমাগুলো দেখার পর আপনি দিশেহারা হয়ে যাবেন। আপনি কি সত্যি সত্যি রিয়েল লাইফ এ আছেন না গুমিয়ে আছেন তা উপলব্দি করতে হবে আপনাকে।  তাহলে চলুন শুরু করা যাক। 

1. Get Out (2017)
Director: Jordan Peele
MDB Rating: 7.7/10
Rotten Tomatoes: 98%
আজ হঠাত 2018 সালে দেখা এই থ্রিলার কিংবদন্তি সিনেমাটার কথা মনে পড়ল। এই সিনেমা দেখেনি এমন সিনেমাপ্রেমি খুব কমই আছে,এ নিয়ে এর আগেও গ্রুপ গুলতে অনেক সাজেশন এসেছে তার পরও ফিল্মটা খুব ভালো লেগেছিল বলে আমি আরেকবার সাজেসট করলাম। এই রমজান মাসের স্নিগ্ধ রাতে এই থ্রিলার মুভি দেখার মজাটাই আলাদা।  এ নিয়ে এই ফিল্মের ডিরেক্টর আরও দুটি সিনেমা তৈরি করেছেন যেমন us বাকি আরও একখানা লম্বা ওয়ার ও সস্লেসার ফিল্ম কালেকশনের দরুন আমার এখনো দেখা হয়ে ওঠেনি। তা যাই হক এই সিনেমা সম্বন্ধে যত গুনগান গাইনা কেন কম হয়ে যায়। এখানে শুরুর দিকে দেখবেন এক কৃশ্নাংগ ছেলে এক শেতাংগ মেয়ের সাথে গভির প্রেমে হাবুডুবু খাচ্ছে,যথাক্রমে মেয়েটি একদিন তাকে নিজের গ্রামের বাসায় ইনভাইট করে। ফিল্মের প্রথম দিকটা দেখে খুব নরমাল মনে হলেও আমার কেমন যেন শুরু থেকেই একটু খটকা লাগছিল। এর পর সেকেন্ড হাফ এর পালা সেকেন্ড হাফে সেই মেয়ের বাসায় গিয়ে উপনিত হয় দুই জন। একটা শেতাংগ ফ্যামিলিতে তিন তিনটা কৃশ্নাংগ চাকর দেখে শুরুতে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায় জেমস। এর পর থেকে শুরু হয় ফিল্মের জমায়িত থ্রিল আর রহস্যের পালা। তার হবু শ্বশুর শাশুড়ির রহস্যময় আচরনে বেশ অবাক হয় জেমস। এখান থেকেই ফিল্মের আসল পার্ট শুরু হয়। যারা এখনো দেখেননি তারা এখনই দেখে ফেলুন। আশাকরি সিনেমাটা সবার কাছে ভালো লাগবে।

2. US (2019)
Director: Jordan Peele
Genre: Mystery, Psychological Horror, Thriller
Runtime: 2 h 1 min
Rotten Tomatoes: 94%
Box Office: $254 million
Human cloning বা কৃত্রিম মানুষ তৈরি করার বিষয়টি বর্তমানে সময়ে  বিজ্ঞানী সমাজের কাছে একটি অত্যন্ত আলোচিত এবং আলোড়ন সৃষ্টিকারী ব্যাপার!!
এইটার মানে হচ্ছে একজন মানুষের জেনেটিক্যালি প্রতিরুপে অন্য একজন তৈরির প্রক্রিয়া!!
স্পষ্ট ভাষায় আপনার মতই দেখতে হুবুহু আরেকজন তৈরি করা যেন আপনার জমজ ভাইবোন!!
এই ধরনের কর্মকান্ডের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে বেশ সমস্যার মুখোমুখি হতে হবে চিন্তা করে বিশ্বের অধিকাংশ উন্নত দেশ এই বিষয়ে গবেষণা আলোচনা সবকিছুই নিষিদ্ধ করে রেখেছে!!
তবে লুকিয়ে লুকিয়ে এখনও অনেক দেশ এই বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বলে জানা যায় অনেক সময়!!
এইরকম একটি আমেরিকান গবেষণাগারের গল্প নিয়েই নিয়েই তৈরি হয়েছে ২০১৯ সালের  #US মুভিটি!!
যারা মানব ক্লোন তৈরি করতে পারলেও "আত্মা বা রুহ" জিনিসটি সৃষ্টি করতে পারেনাই যার কারণে ক্লোন গুলো নিজে নিজে কিছুই করতে পারতো না,কিন্তু যেই আসল মানুষটার মত করে ক্লোনটি তৈরি করা হয়েছিল ওরা ওদের হুবুহু কপি করতে পারতো মানে দেখে দেখে সেইভাবে চলাফেরা করতে পারতো!! 
তো এক প্রকার ব্যর্থতা মেনে নিয়েই ওই সব ক্লোন গুলোকে একটি Tarnal এর মধ্যে তালাবদ্ধ করে দেয়া হয়,ওইখানে ক্লোন গুলো কাচা খরগোশের মাংশ খেয়ে বেচে থাকে!!
তাহলে এইগুলোর ভবিষ্যৎ কি??

3. Orphan (2009) 
Directed by Jaume Collet-Serra
Genre: Mystery/Thriller/Horror 
IMDb : 7.0/10
মুভিটি নরওয়ের এক দম্পতির সাথে ঘটে যাওয়া ভয়ংকর একটি ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছিল।অতএব এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি মুভি। আমি যখন দেখেছিলাম তখন অবশ্য এটা জানতাম না! জানার পর আরো ভয় লেগেছিল যে হুট হাট যাকে তাকে বিশ্বাস করা উচিত না!
যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ মুভি। শুরুটা একদম সাদামাটা ভাবে হলেও যতই দেখতে থাকবেন ততই এক্সাইটমেন্ট বাড়তে থাকবে যে শেষে গিয়ে কি হয়! কিন্ত শেষ অবধি যা হয় তা আসলে আমার ভাবনার বাইরে ছিল।

কেট ও জন দম্পতির এক ছেলে এক মেয়ে। তাদের তৃতীয় সন্তান গর্ভাবস্থাতেই মারা গেলে কেট ভীষণ ভাবে ভেঙ্গে পরেন।শুরু করেন মদ্যপান। এক পর্যায়ে তারা সিন্ধান্ত নেন বাচ্চা দত্তক নিবেন। অনাথ আশ্রমে গিয়ে তারা Esther নামের ৯ বছর বয়সী একটি মেয়েকে দত্তক নেন। সে অন্য সব বাচ্চাদের চেয়ে আলাদা ছিল। চুপচাপ থাকত সব সময় আর ছবি আঁকাতে ভীষণ পারদর্শী ছিল। কেট ও জনের Esther কে পছন্দ হলে সে তাদের সাথে তাদের বাড়িতে চলে যায়।তারপর,,,,? বাকিটা জানতে মুভিটা দেখে ফেলুন। এমন মুভি ফেলে রাখা উচিত না।

Tags