আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা,
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মালায়ালম ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ অভিনেতা দুলকার সালমানের ১০টি সুপারহিট সিনেমা। যে সিনেমাগুলো আপনার অব্যশই দেখা উচিত। দুলকার সালমান তার স্ক্রিপ্ট বাছাইয়ে খুবই সচেতন। তাই তার কাজগুলো সবার ভালো লাগে। তার কোনো সিনেমা মুক্তি পেলে পার্সোনালি আমি খুবই এক্সসাইটেড থাকি। তাহলে দেরি না করে চলেন শুরু করি।
1. Charlie (2015)
Starring: Dulquer Salman, Parvathy Thiruvotha
Genre: Romantic-Drama
IMDB: 8/10
একজন ভবঘুরে যে নিজেই নিজের মর্জির মালিক।কারো সাথে তার কোন লেনদেন নেই।চার্লি এক বাউন্ডুলে যুবকের গল্প যে সমাজ থেকে একেবারে আলাদা ও বিচ্ছন্ন।চার্লি’ সমাজের অনাবিষ্কৃত চরিত্র যারা নিভৃতেই ভালোবাসা ও সহায়তার হাত বাড়িয়ে দেয়,যাকে বলে জীবন উপভোগ করার একটি চরিত্র।
মুভিতে তার সাথে যার এই দেখা হয়েছে সেই তার প্রেমে পড়ে গেছে, সেই তার গুনের কথা বলতে চেয়েছে সারাজিবন।তাকে সবাই পেতে চেয়েছে কিন্তু সে কাউকেই ধরা দিতে চায়নি! মানবিক প্রেমের প্রত্যাশায় সমাজ পরিবর্তনের ‘হ্যামিলনের বাশিওয়ালা’ চার্লি।একটা কথা বলে দিচ্ছি যারা অ্যাকশন,সেইরকম টুইস্ট,মিস্ট্রি, থ্রিলার দেখতে চান তাদের জন্য এই মুভি না কারন চার্লি সিনেমাটায় ধুন্ধুমার মারামারি বা জটিল মারপ্যাঁচের ডায়ালগ নাই কিন্তু আছে এমন এক ছেলের গল্প যে সব ছেলেই ছোটবেলা বা কৈশোরে হওয়ার স্বপ্ন দেখে। সাধারন গল্পের অসাধারন চিত্রায়ন। চার্লি চরিত্রে দুলকার সালমান অসাধারন, তেসা চরিত্রে পার্বতী ও যথাযথ। চার্লিকে তেসার খুঁজে বেড়ানো, তার জন্য অপেক্ষা আপনাকে একটু হলেও হিমুর রুপার কথা মনে করাবে।
আমরা অনেকই অনেক মুভিই দেখি,কিন্তু কিছু মুভি অনেকদিন হৃদয়ে গেথেঁ থাকে, হৃদয়ে প্রশান্ত অনুভব হয়।চার্লি হলো এমনই একটা মুভি, যেটা দেখলে আবার দেখতে ইচ্ছে করবে।ইভেন্ট অনেক দিন দেখতে মন চাইবে। চার্লি একটা ভালবাসার নাম,একটা ভালবাসার গল্প।এইটা শুধু মাত্র একটা মুভি না এইমুভি দেখার পর আপনার অনুভূতি, চিন্তা ভাবনার অমুল পরিবর্তন ঘটবে এতটুকু বলতে পারি।.
2. Karwaan ( 2018)
Genre- Road/Drama
Imdb: 7.6/10
" পৃথিবীতে সব চাইতে ছোট আর সুন্দর শব্দ যেমন মা তেমনি পৃথিবীতে দ্বিতীয় সুন্দর এবং সব চাইতে জটিল শব্দ বাবা।। বাবা রা কখনোই নিজেদের আবেগ অনুভুতি প্রকাশ করতে পারেনা। দেখাতে পারেনা।। নিজের ভিতরে সব রেখে দেয় আর সব একাই সহ্য করে।।
একে তো ইরফানের মুভি তার সাথে দুলকার সালমান।। তাহলে আর সেই ফিল্ম নিয়ে বিশেষ কিছুই বলা লাগেনা।।আফসোস লাগছে এত সুন্দর ফিল্মটি এত দিন পর দেখছি।।
কত সুন্দর সাধারণ কাহিনী নিয়ে নির্মিত তবে মনে হলো বাস্তবিক কাহিনী তুলে ধরেছে।।বাবা আর ছেলের সম্পর্ক আসলেই অনেক দুরুত্ব থাকে।। কারন ছেলে মনে করে বাবা তাকে বুঝে না বাট বাবা ভয়ে থাকে সে যা জীবনে ভোগ করেছে তা জেনো ছেলে না পায়।।এই ভুলবুঝাবুঝির কারনেই গ্যাপ থেকে যায়।।
দুলকার সালমানের অভিনয় বরাবরই সাবলিল আর ন্যাচারাল।। যেকোন চরিত্রে অনেক সুন্দর ভাবে অভিনয় করতে পারে।। আর ইরফান যেনো মরে গিয়েও বেঁচে আছেন আমাদের মাঝে তার অভিনয়ের মাধ্যমে।।এত চমৎকার অভিনয় ছিলো তার।। মানুষটা হয়তো বেঁচে থাকলে এরকম আরো ভালো ভালো ফিল্ম উপহার দিতো আমাদের।।
3. Bangalore days (2014)
Imdb: 8.3/10
96% Google users liked this film
Starring: Dulquer Salman, Nivin Pauly, Nazriya Nazim, Fahadh Faasil, Nithya Menen
এই মুভিটা এমন একটা মুভি যা আপনাকে অন্যরকম ভালোলাগার অনুভূতি দিবে। ৩ জন কাজিন যারা কিনা একজন আরেকজনকে সব বলে তাদের নিয়েই মুলত এই মুভির কাহিনি। কিছু জায়গায় আপনি হাসবেন তো কিছু জায়গায় আপনি ইমোশনাল হয়ে যাবেন ভালোবাসা কি জিনিস সেটাও বুঝতে পারবেন। সাথে আপনাকে সপ্ন দেখা শিখাবে আর সেটা কিভাবে পূরণ করতে হয় সেটাও৷ আর্জুন, দিভিয়া আর কুট্টা এদের ৩ জনেরই সপ্নের শহর সবাই একদিন Bangalore যাবে। আর তাদের ভাগ্য একদিন তাদের সেখানে নিয়েও যায়৷ দিভিয়া যার সাথে দাস নামের একজনের বিয়ে হয়েছে। তার মাধ্যমে দিভিয়া Bangalore এ চলে আসে। অন্যদিকে কুট্টা তার চাকরির জন্য সাথে আর্জুন তার সপ্নের জন্য এই শহরে এসে পড়ে। এখানে আসার পরে তাদের জীবনে কি কি পরিবর্তন হয় তারা কিভাবে সেগুলা মোকাবেলা করে উপভোগ করে এগুলা নিয়েই এই মুভির গল্প। মুভিটা ৩ ঘন্টার কিন্ত তারপরেও মনে হয়েছিল আরেকটু বড় হলে ভালো হত।
4. Solo (2017)
Genres : Romantic Drama
IMDb: 7.1/10
Starring: Dulquer Salmaan, Dhanshika, Neha Sharma, Sruthi Hariharan, Arthi Venkatesh, Dino Morea, Manoj K. Jayan, Soubin Shahir
এটা ২০১৭ এর মালায়ালম ইন্ডাস্ট্রির একটা অসাধারণ রোমান্টিক ফিল্ম। এখানে দুলকার সালমান এর বিপরীতে ছিলেন Neha Sharma এবং এই মুভিতে সালমানকে varieties ক্যারেকটারে দেখানে হয়েছে। এখন দুলকার সালমান কে Shekhar, Trilok, Siva এবং Rudra এই চারটি ক্যারেকটারে দেখা যায়। এবং এই ভিন্ন ভিন্ন চরিত্রে ভিন্ন ভিন্ন মেয়ের সাথে ভালোবাসা গড়ে ওঠে। এবল এটা নিসন্দেহে ইউনিক একটা লাভ স্টোরি দেখিয়েছেন পরিচালক Bejoy Nambiar সাথে বরাবরের মতোই দুলকার সালমান ও তার অসাধারণ অভিনয় শৈলী দেখিয়েছেন।
5. Comrade in America (2017)
Imdb:6.5
Google users:87%
কলেজে প্রথম দেখায় সারার প্রেম পড়ে যায় আজিপান তবে হঠাৎ তাদের এই সম্পর্কের কথা সারার পরিবার জানতে পাওয়াই সারাকে রাতারাতি আমেরিকায় পাঠিয়ে দেয়!
ভালোবেসে অনেকেই অনেক কাজ করে থাকে কেউ কেউ অনেক দুষ্কর কাজ করে যা হয়তো অনেকের কল্পানার বাইরে।রুপকথায় রাজকুমারীকে নিতে সাত সাগর তের নদী পার করতেও দ্বিধা করেনি রাজকুমার ঠিক তেমনি মেরি কুরিয়ানকে নিতে হলে আমেরিকা পাড়ি দিতে হবে আজিপানকে।কিন্তু বড় একটি সমস্যা ভারতীয় নাগরিকদের ইউএস ভিসা বন্ধ?
কেমন করে তাদের মিল হবে আর কি আছে তাদের জীবনে?
মুভিতে দুইটা এন্ট্রি সিন আছে দুলকার সালমানের যা পুরাই চোখ ধাঁধানো সাথে অসাধারন বিজিএম।
6. Kali (2016)
Genre: romantic, thriller
imdb rating: 6.9/10
83% Google users liked this film
Cast: Dulquer Salmaan, Sai Pallavi
প্রথমেই বলে নেই এই মুভির নাম kali আবার অন্য জায়গায় আছে hey pillageda নামে। hey pillageda নামেও অনেক জায়গায় পাবেন কিন্তু সাবটাইটেল দিয়ে যদি দেখতে চান তাহলে kali নামে পাবেন কারন এটাই মুভির নাম।
মুভিটা শুরুর দিকটা অনেকটা রোমান্টিক সাথে একটু অ্যাকশন আর মাঝ থেকে লাস্টে অ্যাকশন, থ্রিলার। বরাবরের মত দুলকার সালমান আর সাই পল্লবি দারুন অভিনয় করেছেন। তাদের অভিনয়টা বেশ ভালো ভাবে ফুটে উঠছে মুভিতে। দুলকার সালমান থাকে অল্পতেই বদমেজাজি। তার রাগ উঠে যায় একটু কিছু হলেই। কিন্তু পল্লবি তা মানিয়ে নিয়ে চলে। শুরুর দিকেই ওরা পরিবারকে না জানিয়ে বিয়ে করে। মুভিতে ওদের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভাল থাকে কিন্তু একটা পর্যায়ে পল্লভি সালমানের অল্পতেই মাথা গরমের জন্য ঘর ছেড়ে চলে যায়; পল্লভিকে ফিরিয়ে আনতে সালমানও যায়। তারপর সেখান থেকে একটু অন্যরকম টুইস্ট দিয়ে বাকি মুভিটা চলে। মূলত প্রথমার্ধে থাকে রোমান্টিক আর দ্বিতীয় অর্ধে থাকে থ্রিলার বা অ্যাকশন টাইপ।
মুভিটা যারা দেখে নাই তারা অবশ্যই দেখতে পারেন। শুরুর লাভ স্টোরি দেখলে আপনি শেষ পর্যন্তও অপেক্ষা করে যাবেন। বেশ একটা ফিলও কাজ করবে...
7. Mahanati (2018)
Language: Tamil/Telegu
Genre: Drama, Biography
Cast: Keerthy Suresh, Dulquer Salmaan, Samantha Akkineni, Vijay Devarakonda.
IMDb: 8.6/10
মাহানাতি মানে মহান অভিনেত্রী! তামিল তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে মহান অভিনেত্রী "সাভিত্রী গানেশান" এর জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এ মুভিটিতে।
আমরা সবাইই ভাবি, ইশ, রূপালি জগত কতোটা না সুন্দর! অর্থবিত্ত স্টারডম সবকছুই তো আছে কিন্তু এর পেছনের কালো দুখেভরা জীর্নশীর্ন জীবনটা যারা পার করে তারা ছাড়া কেউই দেখতে পাননা! এ রূপালী জীবন কোনো কোনো ক্ষেত্রে হয়ে দাঁড়ায় অভিশাপের! কজন তারকারাই বা নিজ জীবন নিয়ে খুশি আছে? নিজের ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন কজনেরই বা সুন্দরমতো চলছে??
8. OK Kanmani (2015)
Cast: Dulquer Salmaan, Nithya Menen, Prakash Raj
Genre: Romance, Drama
IMDb: 7.4/10
আচ্ছা আপনি কখনো প্রেম করেছেন? তাহলে তো অবশ্যই বিয়ে করবেন এ কথা তাকে একবার হলেও বলেছেন।
সে যদি রাজি হয়, তাহলে তো আপনার প্রেম কাহিনী সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে এটা নিশ্চিত।
এবার ভেবে দেখুন তো, আপনার প্রেমের শর্ত যদি হয় বিয়ে না করা!! উড়ন্ত পাখির মত ডানা মেলে চলা। কিন্তু আপনি ভালোবাসতে চান, প্রেম করতে চান, এক সাথে থাকতে চান। যদিও পশ্চিমা বিশ্বে এগুলো অনেক Common, কিন্তু আপনি উপমহাদেশের নাগরিক হয়ে কতদিন এভাবে থাকতে পারবেন?
পরিবেশের কথা বাদ দিলাম। আপনার এই Emotional মন মানতে পারবে কতদিন? অনেক দিন একসাথে থাকলে একে অপরের প্রতি অধিকার, দায়িত্ববোধ, সমাজতন্ত্র মাথার মধ্যে বাসা বাঁধতে থাকবে। তখন আপনি কি করবেন??
9. Ustad Hotel (2012)
Industry : Malayalam
Genre : Drama | Romance
Director : Anwar Rasheed
IMDb : 8.2 /10
কিছু কিছু মুভি আছে যেগুলো কখনোই পুরনো হয়না, যতবারই দেখা হোক না কেন নতুনের মতোই লাগে। আমার কাছে উস্তাদ হোটেল ঠিক তেমনই একটা মুভি- মোটিভেশনাল, চিরযৌবনা, অনিন্দ্য সুন্দর।
দুলকার সালমান এবং থিলাকান স্যারের সাবলীল অভিনয়ের বদৌলতে একটা সাধারণ গল্পকে অসাধারণ সিনেমাটোগ্রাফিতে ধারন করা হয়েছে- যা মনে গেঁথে থাকবে বহুকাল। মুভিটা দেখার সময় মনে হবে চরিত্রগুলো যেন আমাদের খুবই চেনা।
10. Kannum Kannum Kollaiyadithaal(2020)
Genere: Romance/Drama
IMDb: 7.7/10
"চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড় ধরা"
এইটা যে আসলেই বড় বিদ্যা এই মুভি না দেখলে বিশ্বাস করতাম না। ভাইরে ভাই, কী খেল-টাই না দেখালো। আমি পুরো তাজ্জব বনে গেলাম। একেকটা ক্যারেক্টার যেন চুরি বিদ্যার উপর পিএইচডি করা। ধান্ধাবাজি-প্রতারণা কত প্রকার এবং কি কি, এই মুভি না দেখলে বুঝবেন না।
একটা প্রবাদ আছে, "রতনে রতন চেনে"। এই মুভি দেখতে গেলে এই কথার সত্যতাও হাড়ে হাড়ে টের পাওয়া যায়। এই মুভি দেখা শেষ করে এখন আর কাউকেই বিশ্বাস করতে পারছিনা।
মুভিটা দেখতে বসলে একবারের জন্যও বিরক্তি আসবে না নিশ্চিত। এক্কেবারে ভিন্ন স্বাদের একটা মুভি। টানা দুই ঘন্টা চল্লিশ মিনিট চোর-চুন্নির কাহিনী দারুণ উপভোগ করবেন। দ্রুত দেখে ফেলুন।
11. Kurup (2021)
Genres: Biography, Crime, Thriller
IMDb Ratings: 8.0/10
Director: Srinath Rajendran
Cast: Dulquer Salmaan, Indrajith Sukumaran, Sobhita Dhulipala
ফিল্মটি পলাতক সুধাকার কুরুপের জীবন বর্ণনা করে, এবং কেরালা পুলিশ তার হদিস খুঁজে বের করার জন্য অবিরাম ধাওয়া করে
ভারতের সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য পলাতক হিট স্ক্রীনে ফিল্মটি হিসাবে, কেউ যা দেখতে পায় তা হল তার গল্পের একটি কাল্পনিক বিবরণ, বাস্তবে ভিত্তি করে ঘটনা একটি দীর্ঘ দাবিত্যাগের মাধ্যমে শুরু হওয়া সিনেমাটি 60 এবং 70 এর দশক থেকে 2000 এর দশকে বেশ কয়েক বছর ধরে সেট করা হয়েছে।
12. Hey Sinamika (2022)
Genre : Romantic , Drama
IMDb : 6.3 /10
সিনেমার শুরুটা খুবই সুন্দর। সাথে অদিতি রাও হায়দারি আর কাজল দুজনকে একত্রে দেখে ভালো লাগছিল কাজলের এন্ট্রি সিনও খুব সুন্দর এবং পারফেক্ট । সিনেমার আরো একটা দিক বেশি সুন্দর লাগছে সেটা হল সিনেমেটোগ্রাফি আর কালার গ্রেডিং সাথে এডিটিং ও সুন্দর হয়েছে। তবে এধরনের সিনেমায় গল্প মহৎ একটা গুন থাকতে হয় । যেহেতু এটা একটা ট্রাঙ্গেল লাভ স্টোরির গল্প সেহেতু সবারই এ সিনেমার এন্ডিং এর দিকে একটু কড়া নজর থাকবে। আর শুরুটা যেহেতু দারুন লেগেছে তার সাথে অদিতি রাও আর সালমান দুজনকেও বেশ মানিয়েছে। তবে কেন জানি কাজলকে সালমানের সাথে যায় না। তবে কাজলকে বেশ সুন্দর লাগছিল। ট্রাঙ্গেল লাভ স্টোরি হলে কেন জানি কাজল আশার পর থেকে সিনেমায় হতাশা শুরু হয়। তবে প্রথম হাফ খুবই সুন্দর।