সারাবিশ্বে নিষিদ্ধ ৯টি সিনেমা, খুবই নৃশংস, অমানবিক, রক্তারক্তি অন্তরাত্মা কেঁপে উঠা সিনেমা। দুর্বল হার্টের লোকেরা মুভিটা থেকে ১০০ হাত দূরে থাকবেন

 আসসালামু ওলাইকুম বন্ধুরা ,

কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এমন কিছু মুভি লিস্ট যে মুভিগুলু দেখলে আপনার মাথা ঠিক থাকবে না।  

তাই Warning: দুর্বল হার্টের লোকেরা মুভিটা থেকে ১০০ হাত দূরে থাকবেন।

এই মুভিগুলোতে যে সিন্গুলু রয়েছে সেগুলো দেখলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে নিজ  নিজ দায়িত্বে দেখবেন।। সিনেমাগুলো প্রায় অধিকাংশ দেশে ব্যান করে দেয়া হয়েছে।  কিছু দেশে মুভিগুলো রিলিজ দেয়া হয়েছিল। তো চলুন তাহলে শুরু করা যাক। 

1. Cannibal Holocaust(1980)

Genre: Horror, Adventure 

IMDb--5.9/10

Rotten Tomatoes:65%

কিছু কিছু দৃশ্য একেবারে গা গুলিয়ে দেওয়ার মত ছিল।। কিছু কিছু জায়গায় তো একদম বমি এসে গিয়েছিলো।। মুভিতে যেসব ভয়ংকর দৃশ্য দেখানো হয়েছে কোনো সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব বলে মনে করিনা,বিশেষ করে দুর্বল হৃদয়ের মানুষ রা তো ১০০ হাত দূরে থাকবেন! মুভির কিছু দৃশ্যে মানুষের কাঁচা মাংস সরাসরি খাওয়াও দেখানো হয়েছে। বুঝতেই পারছেন আশা করি কি লেভেলের ভায়োলেন্ট মুভি! 

জানেন?

এই মুভির ডিরেক্টরের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছিল! তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি অন ক্যামেরায় খুন করিয়েছিলেন। অত্যন্ত ভায়োলেন্সের অভিযোগে মুভিটা পৃথিবীর অসংখ্য দেশে ব্যান করা হয়েছে। আসলেই ব্যান করার মত

ভায়োলেন্ট মুভি হিসেবে আমার দারুণ লেগেছে! এই ধরণের মুভির খোঁজই করছিলাম এতদিন

দুর্দান্ত মুভি! ভায়োলেন্ট লাভারদের জন্য মাস্টওয়াচ!

2. Emmanuelle and the Last Cannibals (1977)

Genre: Horror, Adventure 

Main Cast: Laura Gemser

Director: Joe D'Amato

IMDb: 5/10

সংক্ষিপ্ত বিবরণ: একটি মানসিক হাসপাতালে গোপনীয় কাজ করার সময়, ইমানুয়েল একটি মেয়েকে আবিষ্কার করেন যেটিকে আমাজনীয় নরখাদকদের একটি উপজাতি দ্বারা বড় করা হয়েছে বলে মনে হয়। কৌতূহলী, ইমানুয়েল এবং বন্ধুরা আমাজন জঙ্গলের গভীরে ভ্রমণ করেন, যেখানে তারা দেখতে পান যে নরখাদকদের কথিত বিলুপ্ত উপজাতি এখনও অনেক বেঁচে আছে।

3. Cannibal Ferox 1981 

Genre: Horror, Adventure, Exploitation film/Adventure 

IMDB  : 5.2/10

Release date: 24 April 1981

ভাষা: Italian, Spanish, English

বাতিল: 31 country

মুভিটা সবার ভালো লাগবে নাহ এটা প্রথমেই বলে রাখি কারণ মুভিটায় রয়েছ রক্তপাত,কাটাকাটি,এডাল্ট দৃশ্যে এ ভরপুর যদি ও এটা ক্যানিবাল সিরিজের উপজাতি নিয়ে তৈরিকৃত মুভি। যদি পৃথিবীতে ভিন্ন ধরণের কোন মুভি থাকে তার মধ্যে Cannibal মুভির পার্ট গুলো সবার উপরে থাকবে😊,,,যারা Cannibal এর মুভি দেখছো তারা অনেকেই জানেন বা এই রকমের টা শুনেছেন যে মুভিটার পরিচালক,, মুভিটায় কিছু কিছু শুটিং বাস্তবভাবে করেছে,, কারো কারো মত এ এই মুভিটার জন্যে তার নামে মামলা করেছিলো,,জেলে ও নাকি যেতে হয়েছিলো,,,সত্যি কথা বলতে মানুষ কে যা দেখতে নির্ষেধ করে তার উপর আর বেশি আকর্ষন কাজ করতে থাকে,,মূলত এই কারণে দেখা,, যদি ও ব্যানেন্ড মুভি দেখার মজায় আলাদ😜,,যাদের মন চাই মুভিটা দেখতে পারেন আর হ্যাঁ অব্যশয় নিজ  নিজ দায়িত্বে দেখবেন।

4. Slave of the Cannibal God (1978) 

5. Sacrifice! ( 1972)

6. Jungle Holocaust (1977)

7. Papaya: Love Goddess of the Cannibals (1978)

8. Primitif (1980) 

9. Eaten Alive! (1980)

Tags