মাথা চক্কর দেয়া টাইম ট্রভেল নিয়ে নির্মিত সেরা সিনেমা পর্ব - ১। সিনেমাগুলো আপনি দ্বিতীয় বার দেখতে বাধ্য - AamirsVlog

 আজ আপনাদের জন্য নিয়ে আসলাম Time Travel নিয়ে নির্মিত ৫টি সিনেমা। যা দেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে 'এইটা আমি কি দেখলাম'। প্রথম বার সিনেমাটি দেখলে আপনার দ্বিতীয় বার সিনেমাগুলো দেখতে আপনি বাধ্য। আইনস্টাইন এর সব সূত্র আপনার মাথার উপর দিয়ে যাবে।  চলুন তাহলে শুরু করা যাক। 

1. Triangle (2009)

Year: 2009 

Genre: Psychological Thriller, Horror

IMDB Rating: 6.9/10 (রেটিং এত্ত কম কারণ বেশির ভাগ মানুষ মুভিটাই বোঝে নাই হয়ত)

আমি কোনো রিভিউ চেক না করেই ৮/১০ টা মুভির মতো দেখতে বসছিলাম। ভাবলাম হয়তো সহজ সরল মুভি হবে কিন্তু থ্রিলার থাকবে। কিন্তু মুভির মাঝ বরাবর যেয়ে মাথা ঘুরতে থাকলো। কি হচ্ছে এসব? কিভাবে হচ্ছে? না শেষে এসে ঠিকই ধরে ফেলেছি। অসাধারণ লেগেছে এক কথায়।

সবাই এই মুভি যে বুঝবে না সেইটা মুভি দেখার সময় বুঝতেছিলাম। আর অসুস্থ ব্যক্তি দেখতে বসলে তো হার্ট অ্যাটাক করে ফেলবে। মুভির মাঝামাঝি যেকারো মাথা ঘুরবে। গল্প, চিত্রনাট্য, পরিচালনায় ছিলেন উইলিয়াম স্মিথ। গল্প লেখার সময় পরিচালকের মাথা কি ঠিক ছিল এইটা জানতে এখন খুব ইচ্ছে করছে।

প্লটঃ জেন তার বাচ্চা কে নিয়ে বসবাস করে। জেনের বন্ধু গ্রেগ জেন কে সমুদ্র উপভোগ করার অফার করে। সেই হিসেবে জেন এবং গ্রেগের কিছু বন্ধু বান্ধব মিলে ট্রায়াংগেল নামক বোটে করে সমুদ্র উপভোগ করতে বেরিয়ে পড়ে। মাঝ সমুদ্রে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তারা। বোট নষ্ট হয়ে যায়। সাথে একজন নিখোঁজ। পরবর্তীতে তারা একটা জাহাজ দেখতে পায়। জাহাজে উঠার পর দেখতে পারে কেউ নেই। আর সেখান থেকেই মাথা ঘুরা শুরু। কি হচ্ছে এসব, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে শুধু এসবই মাথায়।

পুরাটা জুড়ে ছিল শুধুই মেলিসা জর্জ। আর পুরা মুভি জুড়েই ভালো অভিনয় করেছে। একেক সময় একেক এক্সপ্রেশন চমৎকার ছিল। এই রকম চরিত্রে অভিনয় করা অনেক কঠিন কিন্তু তা তিনি করে দেখিয়েছেন। অন্যান্য সবাই ভালোই ছিল।

2. Edge of Tomorrow (2014)

Genre: Action | Adventure | Sci-Fi

IMDb Rating: 7.9/10

Rotten Tomatoes: 91%

Print: BluRay

Run Time: 01:53:29

Language: English

Starring: Tom Cruise, Emily Blunt.

প্লট :

কেমন হত যদি কোন ভুল করার পর সময়ের পেছনে গিয়ে সেটা আবার শুধরে ফেলার সুযোগ থাকত?

ধরুন আপনি আমেরিকান আর্মির মিডিয়া রিলেশানস-এ কর্মরত শান্তিপ্রিয় একজন অফিসার। সামরিক বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে মিডিয়ার যোগাযোগ রক্ষাই আপনার কাজ। কিন্তু হঠাৎ একদিন আপনাকে একেবারে অপ্রত্যাশিত ভাবে বাধ্য করা হল একেবারে ফ্রন্ট লাইনে থেকে পৃথিবীতে আক্রমণ করা ভয়ঙ্কর এলিয়েন দের সাথে যুদ্ধ করতে! তখন অবস্থাটা কেমন হবে আপনার? 

ঠিক এমনটাই ঘটল মেজর উইলিয়াম কেইজ রুপী আমাদের টম ক্রুজের ভাগ্যে। বেচারা কেইজ কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করল ভয়াবহ এক কুরুক্ষেত্রে আর স্বাভাবিক ভাবেই যুদ্ধের ময়দানের জন্য একেবারেই অপ্রস্তুত কেইজ সাহেব মারা গেলেন মুভি শুরুর মাত্র ২৫ মিনিটের মধ্যেই !!! 

মুভির হিরোর এই অকাল মৃত্যুর পর কে, কীভাবেই বা এই পৃথিবীকে রক্ষা করবে অসীম ক্ষমতার সেই এলিয়েনদের হাত থেকে... জানতে হলে দেখতে বসে যান এখনি! 

3. Source Code (2011)

Genre: Mystery, Romance, Sci-Fi

Industry:Hollywood

Director:Duncan Jones

Starring:Jake Gyllenhaal,Michelle Monaghan,Vera Farmiga

Imdb Rating:7.5

আচ্ছা,কেমন হয়? যদি ইনভেস্টিগেশন স্বপ্নের মাধ্যমে চলে?ধরুন হঠাৎ আপনার ঘুম ভাঙলো।নিজেকে একটা ট্রেনের ভেতরে আবিষ্কার করলেন।অথচ আপনার অন্য কোথাও থাকার কথা ছিলো।আপনার সামনের সিটে থাকা একজন সুন্দরী নারী আপনাকে অন্য নামে ডাকছে,অনেককিছু বলছে।আপনি কোনকিছু বুঝতে না পেরে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালেন।আয়নায় আপনার প্রতিচ্ছবির বদলে অন্য কাউকে দেখতে পাচ্ছেন।পকেট থেকে ওয়ালেট বের করে দেখলেন আপনার পরিচয়পত্রের জায়গায় অন্য কারও পরিচয়পত্র।একটু পর বোম ব্লাস্ট এ ট্রেন তচনচ হয়ে গেলো!শুধু এতটুকুই না।যা হওয়ার কথা ছিলোনা,তাই যদি আমাদের সাথে হয়!তাহলে পাগল হওয়া ছাড়া কোন উপায় থাকবে না।

যদিও সাইন্স ফিকশন বা টাইম ল্যুপ এর মুভিগুলো আমার তেমন ভালো লাগেনা।তবে এই মুভিটা দেখার পর প্রত্যেক দর্শক যে সাইন্স ফিকশন থ্রিলের মাধ্যমে গোল খেতে থাকবে তা নিঃস্বন্দেহে বলা যায়।পরবর্তী বোম ব্লাস্টগুলো রুখতে ইউএস আর্মিতে কর্মরত একজন হেলিকপ্টার পাইলট এর উপরে চলবে এক্সপেরিমেন্ট।পছন্দের তারকার এই মুভিটি হয়তো অনেকেই দেখে ফেলেছেন।যাদের এখনও দেখা হয়নি বা যারা প্যাঁচানো মুভি পছন্দ করেন,তারা অবশ্যই দেখে ফেলুন মুভিটি।

4. Mr. Nobody (2009)

Genre : sci-fi,drama

Imbd : 7.8/10

কে আপনি?  হতে পারে আপনি কেউ না। হতে পারে আপনার বর্তমান অস্তিত্ব আপনার চিন্তা ধারার কোনো একটা অংশ মাত্র। কিভাবেই বা আপনি বুঝবেন এটা আপনার আসল অস্তিত্ব কিনা।

মানুষের চিন্তা কতটা প্রখর তা আমরা বুঝতেই পারি। আমরা চিন্তা করলে আমাদের সুদূর ভবিষ্যৎ এর চিন্তা করতে পারি। এটা কোনো স্বপ্ন নয় না যা আপনার কন্ট্রোল এর বাইরে। এটা আপনার কন্ট্রোল এর মধ্যেই। আপনি যেভাবে খুশী চিন্তা কে ব্যবহার করতে পারবেন। যেভাবে ইচ্ছা পাল্টাতে পারবেন।যেভাবে খুশী সাজাতে পারবেন।আপনি ইচ্ছা করলেই আপনার ভবিষ্যতের বিভিন্ন জীবন এর কথা চিন্তা করতে পারবেন। তার কোনো টিতে হয়তো আপনি বিশাল ধনী বা কোনোটিতে আপনি নিতান্তই গরীব।

এর অর্থ কি বুঝায়?  কে আপনি? আপনি কেউ না।হতে পারে আপনি আপনার মস্তিষ্কের চিন্তাভাবনার অংশ বিশেষ। 

জানতে হলে মুভিটি দেখুন।

5. Inception (2010)

 IMDb - 8.8

Cast : Leonardo DiCaprio, Tom Hardy.

Director : Christopher Nolan

প্লটঃ

গভীর ঘুমের রাজ্য। স্বপ্নের রাজ্য। সেখানকার সময়ের হিসাব বাস্তবের সময়ের হিসাবের থেকে আলাদা। 

সে রাজ্য থেকে ঝটকায় বাস্তবে ফিরে আসার উপায় একটাই। মৃত্যু। স্বপ্নের জগতে মৃত্যু। একমাত্র তা হলেই ঘুম ভাঙবে। ফিরে আসা যাবে বাস্তবে। 

কিন্তু যার কাছে বাস্তব আর স্বপ্ন গুলিয়ে গিয়েছে? কিংবা স্বপ্নটা যার কাছে বেশি করে বাস্তব? কোন জগৎ থেকে মুক্তি পেতে মৃত্যু বেছে নেবে সে? এই আপাতসহজ কিন্তু ভাবনায় জটিল প্রশ্নই ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল কবের। 

জবরদস্তি করে সে নিজের স্ত্রীর জীবনে বপন করে দেয় এমন প্রশ্ন। নিজেকে বাঁচাতে। নিজের ভাগ্যকে সরলরৈখিক পথে ফিরিয়ে আনতে। এই কব এক স্বপ্নের গল্পের মুখ্য চরিত্র। গল্পের নাম ‘ইনসেপশন'।

কব মানুষের স্বপ্নের ভেতরে গিয়ে তার আইডিয়া চুরি করে আনতে পারে। একদিন সাইতো নামে এক ব্যক্তি তাকে এই পদ্ধতি ব্যবহার করে নতুন একটা কাজ দেয়। যে কাজটি করে দিতে পারলে কবের সকল সমস্যার সমাধান করে দেবেন সাইতো নামের সেই লোকটি। 

সাই-ফাই আর অ্যাকশনে ভরপুর ক্রিস্টোফার নোলানের এই মুভিটি আপনাকে স্ক্রিন থেকে চোখ ফেরাতে দেবে না।

Tags